হাওড়া: সাতসকালে অ্যাকশন মুডে ইডি (ED Raids)। রেশন দুর্নীতি (Ration Scam) মামলায় বুধবার সকালে হাওড়ার একাধিক জায়গায় হানা দিল ইডি। এদিন পাঁচলা বিধানসভার পানিয়াড়াতে রঞ্জন জাঠি নামে এক রেশন ডিলেরের দোকানে হানা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অধিকারিরা। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। রিয়েল এস্টেট ব্যবসায়ীর বাড়ি থেকে রেশন ডিলারদের দোকানে-গোডাউনে চলছে তল্লাশি ইডির আধিকারিকরা।
আরও পড়ুন: আছড়ে পড়বে দানা, জেলায় জেলায় জারি সতর্কতা
পাঁচলা বিধানসভার পানিয়াড়াতে রঞ্জন জাটী নামের এক রেশন ডিলারের দোকানে বুধবার সকালে হানা দেয় ইডি আধিকারিকরা। উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এদিন হাওড়ার পাঁচলার আরও এক রেশন ডিলারের দোকানেও হানা দেন ইডি’। পাঁচলার বিকিহাকোলায় শীতল প্রসাদ সাহা নামের এক রেশন ডিলারের গোডাউনে হানা দেন তাঁরা। এর পাশাপাশি হাওড়ার উলুবেড়িয়া, জগৎবল্লভপুরেও ইডি’র তল্লাশি চলছে বলে জানা গিয়েছে। রেশন দুর্নীতির বিপুল অঙ্কের টাকা বিভিন্ন সংস্থার মাধ্যমে পাচার হয়েছে। সেই টাকার হদিশ পেতেই এই তল্লাশি বলেই বলে সূত্রের খবর।
অন্য খবর দেখুন