কলকাতা: রেশন দুর্নীতি (Ration Scam) মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট (Ration Scam ED Submits Supplementary Chargesheet) জমা দিল ইডি (ED)। শনিবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের এজলাসে রেশন দুর্নীতি মামলায় তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ রেশন দুর্নীতি কাণ্ডে বেআইনি লেনদেনে জ্যোতিপ্রিয় মল্লিকও (Jyotipriya Mallick) জড়িত বলে চার্জশিটে দাবি করেছে ইডি৷ এই দুর্নীতি মামলায় ১০০০ কোটি টাকার লেনদেন হয়েছে বলে চার্জশিটে দাবি ইডির। এই চার্জশিটে নতুন চার জনের নাম উল্লেখ করেছে তারা। এ ছাড়াও অভিযুক্তদের সঙ্গে যুক্ত চারটি সংস্থার কথাও জানিয়েছে ইডি।
আরও পড়ুন: পদত্যাগ করতে চেয়ে ইচ্ছা প্রকাশ ফিরহাদের, খারিজ করলেন নেত্রী
রেশন দুর্নীতি মামলায় শনিবার মুখ বন্ধ খামে ব্যাঙ্কশাল আদালতের ম্যাজিস্ট্রেটের কাছে চার্জশিট জমা করেন তদন্তকারীরা। ইডির তরফে এই চার্জশিট সিবিআইয়ের বিশেষ আদালতে পাঠিয়ে দেওয়ার আবেদনও করা হয়। সূত্রের খবর, জমা করা এই নতুন চার্জশিটে মোট আটজনের নাম উঠে এসেছে। তৃতীয় অতিরিক্ত চার্জশিটে দেগঙ্গার তৃণমূল নেতা আনিসুর রহমান এবং তাঁর ভাই আলিফ নুর ওরফে মুকুল রহমানের নাম রয়েছে। এ ছাড়াও আরও দুই ডিলারের নাম রয়েছে এই চার্জশিটে। ইডির দাবি, তাঁরা রহমান ভাইদের সঙ্গে ব্যবসায়িক কারণে যুক্ত ওই রেশন ডিলাররা। পাশাপাশি, তাঁদের সঙ্গে সম্পর্কযুক্ত চারটি সংস্থার কথাও চার্জশিটে উল্লেখ করেছে ইডি। এদিন আদালতে ইডি জানায়, রেশন দুর্নীতি মামলায় হাজার কোটি টাকা নয়ছয় হয়েছে। এর আগে মূল চার্জশিট ছাড়াও এই মামলায় দু’টি অতিরিক্ত চার্জশিট জমা করেছে ইডি। প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর রহমান, শঙ্কর আঢ্যদের বিরুদ্ধে আগেই চার্জশিট দিয়েছিল তারা। এ নিয়ে রেশন দুর্নীতি মামলায় ব্যক্তি এবং সংস্থা মিলিয়ে মোট ২৯টি নাম চার্জশিটে জানাল ইডি।
অন্য খবর দেখুন