কলকাতা: রাজ্য বিএড বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার সমালোচনা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শুক্রবার তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে তুঘলকি কাণ্ড চলছে। উপাচার্য এভাবে একটি বিশ্ববিদ্যালয় বন্ধ রাখতে পারেন না। দায়িত্ব পালন করতে না পারলে উনি পদত্যাগ করুন। ব্রাত্য বলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বুধবার রাতে শিক্ষা দফতরকে মেল করে ওই সিদ্ধান্তের কথা জানান। কী হচ্ছে এটা ? আমরা এ ব্যাপারে আইনি পরামর্শ নেব।
বিএড বিশ্ববিদ্যালয় নিয়ে অনেকদিন ধরেই ঝামেলা চলছে। পড়ুয়া ভর্তির ব্যাপারে নিয়মকানুন না মানার অভিযোগে সম্প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাজ্যের ২৫৩টি বি এড কলেজে ছাত্র ভর্তির অনুমোদন বাতিল করে দেয়। তা নিয়ে কলেজগুলি ক্ষোভ প্রকাশ করে। বিশ্ববিদ্যালয়ের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলেন শিক্ষামন্ত্রীও। তখনও তিনি আইনি ব্যবস্থার হুমকি দিয়েছিলেন।
আরও পড়ুন: নপরাজিতের মেয়াদ শেষ, নতুন সদস্য বাছাইয়ের সভা ১৪ ডিসেম্বর
বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার সিদ্ধান্তের পিছনে উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায়ের যুক্তি, কয়েকজন নানা ধরনের হুমকি দিচ্ছে। ফলে সরকারি সম্পত্তি নষ্ট হতে পারে। সেই আশঙ্কা থেকেই বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে হয়েছে।
এদিক বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতি এবং কোর্টের দুই সদস্য মিতা বন্দ্যোপাধ্যায় এবং মনোজিত মণ্ডল রেজিস্ট্রারকে চিঠি দিয়ে এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করলেন। তাঁরা বলেন, কর্মসমিতি বা কোর্টে আলোচনা না করে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া যায় না। এই সিদ্ধান্ত উপাচার্যের অকর্মণ্যতা এবং ব্যর্থতারই প্রকাশ। তাঁরা অবিলম্বে কর্মসমিতির বৈঠক ডাকার দাবি জানিয়েছেন।
দেখুন আরও খবর: