কলকাতা: ভারতের (India) সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার সর্বাত্মক চেষ্টা থাকবে। এক ইন্টারভিউতে মুহাম্মদ ইউনুস (Md Yunus) বলেন, ভারত আমাদের প্রতিবেশী। এবং একমাত্র প্রতিবেশী বলা যায়। কারণ চারদিক থেকেই ভারত আমাদের আছে। কাজেই তার সঙ্গে আমাদের সবচেয়ে ভালো সম্পর্ক হওয়া উচিত এবং হবে। এছাড়া আমাদের গত্যন্তর নাই। তাদেরও গত্যন্তর নাই। দুই দেশের মধ্যে বৈরী সম্পর্ক রেখে কেউ লাভবান হবে না। আমাদের সর্বাত্মক চেষ্টা হবে সবচেয়ে সুসম্পর্ক বজায় রাখা। বন্ধুত্বের শীর্ষ পর্যায়ে নিয়ে যাওয়া এটা আমাদের উদ্যোগ। জলবন্টন চুক্তি নিয়ে আন্তর্জাতিক আইন আছে। দুই দেশের মধ্যে চলমান বিরোধ নিরসনে দুই দেশ আন্তর্জাতিক আইন মেনে নিলেই সেটির সমাধান হবে।
উল্লেখ্য, এর আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস শেখ হাসিনার ভারতে থাকা নিয়ে শর্ত চাপিয়েছিল। ইউনুসের মতে, এই শর্ত না মানলে পরিস্থিতি জটিল হবে। এক ইন্টারভিউতে ইউনুস জানিয়েছিলেন, শেখ হাসিনাকে ভারত রাখতেই পারে। তবে শর্ত হল, হাসিনাকে মুখে কুলুপ এঁটে থাকতে হবে। নাহলে জটিলতা আরও বাড়বে। ভারতে হাসিনা যে ধরনের মন্তব্য করছেন সেগুলো বন্ধুত্বপূর্ণ আচরণ নয় বলে মন্তব্য করেছেন তিনি। এটা আমাদের বা ভারতের কারও পক্ষে ভালো নয়। এতে অস্বস্তি বাড়বে।
আরও পড়ুন: প্রয়োজনে আমি পদত্যাগ করতে রাজি: মমতা
আরও খবর দেখুন