Tuesday, July 8, 2025
HomeScrollরাজ্যে ফের উপনির্বাচন! কবে, কোথায়? জেনে নিন
Rajya Sabha By Election

রাজ্যে ফের উপনির্বাচন! কবে, কোথায়? জেনে নিন

উপনির্বাচনের রেশ না কাটতেই রাজ্যে ফের বাজল ভোটের বাদ্যি

Follow Us :

কলকাতা: রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বাজিমাত করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ- জোড়াফুলের জোয়ারে যেন ভেসে গিয়েছে সবকটি আসন। এই রেশ কাটতে না কাটতেই রাজ্যে ফের ভোটের বাদ্যি বাজল। এবার রাজ্যসভার নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করল নির্বাচন কমিশন। দেশজুড়ে এবার ৬টি রাজ্যসভার আসনে নির্বাচন হবে।  আগামী ২০ ডিসেম্বর রাজ্যসভার উপনির্বাচন হবে বলে জানিয়েছে কমিশন। এই হাফ-ডজন আসনের মধ্যে পশ্চিমবঙ্গের ১টি আসন রয়েছে। তবে পশ্চিমবঙ্গ ছাড়াও দেশের ৪ রাজ্যের আসনের জন্য নির্বাচন হবে। জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশের ৩টি আসন, ওড়িশা এবং হরিয়ানার একটি করে রাজ্যসভার আসনে ভোটগ্রহণ হবে ২০ ডিসেম্বর।

আরও পড়ুন: শান্তনু ও সুজয় কৃষ্ণকে সিবিআই হেফাজতের নির্দেশ বিশেষ আদালতের

আগামী ২০ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত এই ৬ আসনের জন্য ভোট দিতে পারবেন নির্বাচিত প্রতিনিধিরা। ভোট গণনা ওই দিনই বিকেল ৫টা থেকে শুরু হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। উল্লেখ্য, বিভিন্ন কারণে দেশজুড়ে ৬টি আসনের মনোনীত প্রার্থীরা তাঁদের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। এর মধ্যে আরজি কর-কাণ্ডের আবহে ইস্তফা দেন তৃণমূল কংগ্রেসের জহর সরকার। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে একথা জানিয়েছিলেন। এখন জহর সরকারের জায়গায় তৃণমূল কাকে মনোনীত করে তা নিয়ে জল্পনা চলছে।

দেখুন আরও খবর:

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39