আজ রাজ্যের ৫ টি জেলার ৬ টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। প্রায় দেড় হাজারের বেশি কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনকে কেন্দ্র করে ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।
নৈহাটি ১৩ কোম্পানি
হাড়োয়া ১৮ কোম্পানি
সিতাই ১৮ কোম্পানি
মাদারিহাট ১৮ কোম্পানি
মেদিনীপুর ১৯ কোম্পানি
তালডাংরা ২২ কোম্পানি
রাজ্যে ১৫৮৩ টি বুথে চলছে ভোট গ্রহণ।
প্রত্যেকটি বুথেই কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রয়েছে ওয়েব কাস্টিং এর নজরদারি।
আরও পড়ুন: উপনির্বাচন: কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে চলছে ভোটগ্রহণ, অশান্ত হাড়োয়া
গোটা দেশের ১০টি রাজ্যের ২৫ টি বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচন। ঝাড়খণ্ডে বিধানসভা আসন ৮১। প্রথম দফায় আজ ভোট গ্রহণ হচ্ছে ৪৩ টি আসনে। ছত্তিশগড়, মেঘালয়, গুজরাট কেরলে ১টি করে আসনে ভোট গ্রহণ। কর্নাটক ৩ আসন,বিহার ৪, অসম ৫, রাজস্থান ৭।