নয়াদিল্লি: দিল্লি (Delhi) থেকে আমেরিকা (US) যেতে এখন উড়ানে গড়ে ১৬ ঘণ্টা সময় লাগে। কিন্তু, তা নাকি পৌঁছনো যাবে মাত্র ৩০ ঘণ্টায়। শুধু তাই নয়, এক ঘণ্টার মধ্যে জাপান, চীন, ব্রিটেন পৌঁছনো যাবে। এটাই সম্ভব বলে দাবি করলেন বিশ্বের ধনীতম ব্যক্তি স্পেস এক্সের (Space X) মালিক ইলন মাস্ক (Elon Musk)। তাঁর এই উদ্যোগে আন্তর্জাতিক মহেল সাড়া পড়েছে। একটি জাতীয় সংবাদমাধ্যম সূত্রে এই খবর জানা গিয়েছে।
ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে এক্স হ্যান্ডলের মালিক (আগের ট্যুইটার) ইলন মাস্ক এখন বিবেক রামাস্বামীর সঙ্গে আমেরিকার ‘ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির’ সহ-নেতৃত্বে রয়েছেন। তিনি ঘোষণা করেছিলেন, “আর্থ-টু-আর্থ” প্রকল্প। স্পেসএক্সের স্টারশিপ রকেট। যা প্রায় দশ বছর আগে প্রথম প্রস্তাবিত হয়েছিল। এবং বলা হয় এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী। এটি অভূতপূর্ব গতিতে আন্তঃমহাদেশীয় ভ্রমণ সক্ষম করবে। একটি প্রতিবেদন অনুসারে, এই প্রতি ভ্রমণে ১ হাজার যাত্রী পরিবহণ করতে পারেন। গভীর মহাকাশে যাওয়ার পরিবর্তে পৃথিবী পৃষ্ঠের সমান্তরাল কক্ষপথে উড়তে পারে। তাতে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলেস থেকে টরন্টো ২৪ মিনিটে, লন্ডন থেকে নিউইয়র্ক ২৯ মিনিটে, দিল্লি থেকে সানফ্রান্সিসকো ৩০ মিনিটে এবং নিউইয়র্ক থেকে সাংহাই ৩৯ মিনিটে পৌঁছনো যাবে৷ মনে করা হচ্ছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) দ্বিতীয় ট্রাম্প প্রশাসনের অধীনে উদ্যোগটিকে সবুজ সঙ্কেত দিতে পারে। ইলন মাস্ক পোস্টে লিখেছেন, “এটি এখন সম্ভব।”
আরও পড়ুন: যুদ্ধে পরমাণু হাতিয়ার ব্যবহার করতে চলেছে ইউক্রেন? তলে তলে চলছে পরিকল্পনা!
দেখুন অন্য খবর: