কলকাতা: টলিপাড়ায় সাহসী অভিনেত্রী হিসাবেই পরিচিত তিনি। কথা হচ্ছে অভিনেত্রী এনা সাহার। অভিনেত্রীকে প্রায় সাহসী ফুটো শ্যুটে দেখা যায়। এবার শীতের দিনে খোলামেলা পোশাকে কয়েকগুন পারদ চড়ালেন অভিনেত্রী এনা সাহা (Ena Saha)।
শুরুটা টেলিভিশন দিয়ে করেছিলেন এনা সাহা। তার পর বাংলা সিনেমায় অভিনয় শুরু। তেলুগু, মালয়ালম ছবিতেও অভিনয় করেছেন। হয়েছেন প্রযোজক। তাঁর সাহসী ফোটো শ্যুটে টলিপাড়ায় চর্চার অন্ত নেই। এনার স্যোশাল মিডিয়ায় চোখ রাখলে দেখা যায় তাঁর বোল্ড কিলার (Bold look Ena Saha) ছবি। এনার মাখন শরীরের আবেদন ঝড় তোলে পুরুষ হৃদয়ে। সম্প্রতি সেরকমই এক ভিডিও পোস্ট করেছেন এনা। যা দেখে এই শীতেও নেটিজনেরা ঘেমে নেয়ে একসা কাণ্ড। ভিডিওতে দেখা গিয়েছে, লাল রঙের অন্তর্বাস এনা। ওপরে তিনি সাদা রঙের শার্ট পরেছেন তা অর্ধেক বোতামই খোলা। খোলা শার্ট দিয়ে উঁকি মারছে লাল রঙের অন্তর্বাস ও বক্ষয়ুগল। অভিনেত্রীর চোখে আবেদনময়ী লুক। সঙ্গে খোলা চুল হালকা মেকআপ। অভিনেত্রীর সাহসী ভিডিওতে কুপকাত নেটাগরিকরা। এর জন্য একাধিকবার ট্রোল হলেও সেইসব নিন্দুকদের বিশেষ পাত্তা দেন না অভিনেত্রী।
আরও পড়ুন: ক্যালেন্ডার গার্ল ঋতাভরী, অভিনেত্রীর উষ্ণ লুকের বুঁদ নেটপাড়া
View this post on Instagram
অন্য খবর দেখুন