মুম্বই: স্বয়ং বলিউড অভিনেতা ধর্মেন্দ্র ১৮ পার হতেই মেয়ের বিয়ে দিয়ে দিতে চেয়েছিলেন? আজকের দিনে দাঁড়িয়ে যে ঘটনা হইচই ফেলে দিয়েছে। খোদ ধর্মেন্দ্র কন্যা অভিনেত্রী এষা দেওলা ইন্টারভিউতে এই তথ্য ফাঁস করলেন।অভিনেতা এষা দেওল (Esha Deol) জানিয়েছেন, তাঁর বাবা ধর্মেন্দ্র (Dharmendra) গোঁড়া ছিলেন। ধর্মেন্দ্র চেয়েছিলেন যে তিনি ১৮ বছর বয়সে বিয়ে করবেন। এষা আরও বলেন, তিনি চাননি যে আমি চলচ্চিত্রে প্রবেশ করি। তিনি কিছুটা গোঁড়া ঠিকই তাই। তিনি একজন পাঞ্জাবি বাবা এবং তিনি চেয়েছিলেন যে আমাদের বিয়ে করা উচিত ১৮ বছর বয়সে থিতু হওয়া উচিত। এটাই তিনি এমন একটা জায়গা থেকে আসছে যেখানে তাঁর বাড়ির সব মহিলারা সেভাবেই বড় হয়েছে।
কিন্তু আমার লালন-পালন ছিল একেবারেই আলাদা। আমি ছোটবেলা থেকেই আমার মাকে নাচ এবং চলচ্চিত্রে অভিনয় করতে দেখেছি। তাই আমি এতে প্রভাবিত হয়েছিলাম। আমি জানতাম যে আমি একজন হতে চাই, কিন্তু তাঁকে বোঝাতে কিছুটা সময় লেগেছিল। এষা দেওল ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত কোই মেরে দিল সে সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। এবং কেয়া দিল নে কাহা, চুরা লিয়া হ্যায় তুমনে, যুবা, ধুম, কালের মতো চলচ্চিত্রে অভিনয় করেন।
আরও পড়ুন: যুবানের জন্মদিনে ছোট্ট ইয়ালিনী ছবি প্রকাশ্যে আনলেন শুভশ্রী
আরও খবর দেখুন