নয়াদিল্লি: বিয়ে অবৈধ হলেও সেই দম্পতির সন্তানের জন্ম নথিবদ্ধকরণ (Registration) অস্বীকার করা যায় না। রায় হিমাচল প্রদেশ হাইকোর্টের (Himachalpradesh High Court) । একটি মানব শিশুর আইনি স্বীকৃতি পাওয়ার অধিকার অস্বীকৃত হতে পারে না। অভিমত আদালতের।
শিশুটি র বাবা মায়ের সম্পর্ক বেআইনি হতে পারে। কিন্তু সেই সম্পর্ক থেকে সৃষ্ট শিশুর অস্তিত্ব স্বতন্ত্রভাবে বিবেচনা করতে হবে। তাদের সম্পর্কের ব্যাপারে সে ওয়াকিবহাল নয়। অন্যদিকে বৈধ বিবাহ সূত্র জন্ম নেওয়া অন্যান্য শিশুদের মতো তার অধিকারও সমান। হিন্দু বিবাহ আইনের সংশোধিত ধারা ১৬(৩) অনুযায়ী এটাই বাস্তব। অভিমত বিচারপতি জ্যোৎস্না রেয়াল দুয়ার।
আরও পড়ুন: যেমন খুশি গাড়ি বাজেয়াপ্তকরণ মৌলিক অধিকারের পরিপন্থী, রায় আদালতের
তিন সন্তানের এক জননীর আবেদন সূত্রে মামলা। ২০১১ সালে তাঁর বিয়ে হয়। কিন্তু সেই বিয়ে আইনত স্বীকৃত হয়নি। কারণ সেই ব্যক্তির প্রথম স্ত্রী জীবিত। যাঁর শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ এবং স্বামীকে তিনি দ্বিতীয় বিবাহের অনুমতি দেন। কিন্তু ১৯৫৪ সালের বিশেষ বিবাহ আইন অনুযায়ী এই দ্বিতীয় বিয়ে স্বীকৃতিযোগ্য নয়। কারণ প্রথম স্ত্রী জীবিত থাকাকালীন দ্বিতীয় বিবাহ করা যায় না।
স্পেশাল ম্যারেজ অ্যাক্ট বা হিমাচল প্রদেশ পঞ্চায়েতি রাজ জেনারেল আইনে এমন কোন বাধা নেই, যার দ্বারা অস্বীকৃত বিবাহ সূত্রে জন্ম নেওয়া শিশুর নাম আইনত নথিবদ্ধ করা যায় না। দ্বিতীয়ত, ওই ব্যক্তির প্রথম স্ত্রী দ্বিতীয় স্ত্রী’র সন্তানদের নাম নথিভুক্তিকরনে কোন আপত্তি করেননি। এই দুই প্রেক্ষাপটে সংশ্লিষ্ট পঞ্চায়েতের সিদ্ধান্ত খারিজ করে শিশুগুলির নাম নথিভুক্তিকরনের নির্দেশ।
দেখুন অন্য খবর: