কলকাতা: ৯০ এর হার্টথ্রব রবিনা টন্ডন (Raveena Tandon)। অভিনেত্রীর রূপে মুগ্ধ ছিল গোটা বলিপাড়া। ‘টিপ টিপ বরষা পানি’ গানে রবীনা ট্যান্ডনের সেক্সি পারফর্ম্যান্স আজও ভোলার নয়। তিনি ছিলেন সেই সময়কার বোল্ড ও হট অভিনেত্রীদের মধ্যে অন্যতম। বলিউড থেকে বহু বছর আগে বিদায় নিলেও ওয়েব সিরিজের মাধ্যমে ফের কামব্যাক করেছেন রবীনা ট্যান্ডন। সম্প্রতি অভিনেত্রীর কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
আরও পড়ুন: ব্রায়ান জ্বরে কাবু গোটা শহর
মুম্বইয়ে পুষ্প 2 এর স্ক্রিনিংয়ে দেখা গেল রাভিনা ট্যান্ডনকে। পঞ্চাশোর্ধেও অভিনেত্রীর রূপে মুগ্ধ নেটিজেনরা। কোরিয়ান লুক ব্যস আকর্ষণীয় অভিনেত্রী রবিনা টন্ডন। অভিনেত্রীকে দেখা গিয়েছে, সাদা স্টার্টের চেক ক্রপ জ্যাকেট আর সঙ্গে বেজ কালারের ট্রাউডার। ড্রেসের সঙ্গে মানান সই মেকআপ। লাল লিপস্টিকে নজর কাড়লেন রবিনা টন্ডন। হাসি মুখে পোড দিলেন ক্যামেরার সামনে।
অন্য খবর দেখুন