কলকাতা: বাংলাদেশের (Bangladesh Agitation) পরিস্থিতি ভয়াবহ। শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পরও শান্ত হয়নি বাংলাদেশ। সে দেশের সেনা প্রধান জানিয়েছেন ৪৮ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। এই পরিস্থিতিতে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ভারত-বাংলাদেশ সীমান্তগুলি (India-Bangladesh border)। নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বিএসএফের কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। পেট্রাপোল সীমান্তে তৎপর ভারতীয় সেনা। সীমান্তের দু’পারেই দেশে ঢোকার তৎপরতা। নিরাপত্তার বেষ্টনিতে মোড়া সীমান্ত। এলাকা একেবারে শুনশান। শুধুই টহলদারি চলছে। বিএসএফের (Border Security) টহল চলছে।
বাংলাদেশের অশান্তির আঁচ পড়লো এদেশেও যার জেরে জোরদার করা হয়েছে সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা। বাংলাদেশের এই কঠিন পরিস্থিতিতে নদীয়ার সীমান্তে হাই অ্যালার্ট জারি বিএসএফের। চলছে করা প্রহরা। ইতিমধ্যেই ভারত-বাংলাদেশে ঢাকা মৈত্রী এক্সপ্রেস বাতিল করা হয়েছে। তবুও বাংলাদেশের এই কঠিন পরিস্থিতিতে ভারতের সীমান্তে কোনও প্রভাব পড়বে না বলে বিশ্বাস সীমান্ত লাগোয়া গ্রামের মানুষদের। তাদের ভরসা একদিকে যেমন বিএসএফ রয়েছে করা প্রহরায়,অন্যদিকে রয়েছে কাঁটাতার। তাই বাংলাদেশের আঁচ ভারতে কোনওরকম পড়বে না বলেই ধারণা সাধারণ মানুষের। তবে নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা গেদে বর্ডারে চলছে বিএসএফের ৩২ নম্বর ব্যাটেলীয়নের কড়া নজরদারি। তবে বাংলাদেশের অধিবাসিরা খুশি তারা জানাচ্ছেন তাঁদের দেশে আবার স্বাধীন হয়েছে, স্বৈরাচারের হাত থেকে আবার স্বাধীনতা পেয়েছে বাংলাদেশ।
আরও পড়ুন: খালেদা জিয়ার জেলমুক্তির নির্দেশ! এবার কী তবে ক্ষমতায় ফেরা?
অন্যদিকে চাপড়া ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম হৃদয়পুর। গ্রামের পাশ দিয়ে কাঁটাতার। কাঁটাতারের ওপারেও রয়েছে ভারতীয় ভূখণ্ড, তার পরেই জিরো পয়েন্ট। কাঁটাতার পেরিয়ে ওপারে থাকা কৃষিজমিতে কৃষিকাজ করতে যেতে হয় এপারের কৃষকদের। বিএসএফের নজরদারিতে যাতায়াত করলেও কদিন ধরে বেড়েছে নজরদারি, এলাকাতেও চলছে বিএসএফের কড়া পাহারা। তা সত্বেও আতঙ্কে এলাকাবাসী। তাদের দাবি বাংলাদেশের অস্থিরতার সুযোগে যে কোনও মুহূর্তে বিএসএফের নজরদারি এড়িয়ে এদেশে ঢুকে পড়তে পারে দুষ্কৃতীরা। দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তে কড়া পাহাড়ায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী। আজ রাতের মধ্যেই ঢুকছে সেনাবাহিনী। পর্যাপ্ত বিএসএফ মোতায়েন করা হয়েছে। বাহিনী আরও বাড়ানো হচ্ছে বলে বিএসএফ সূত্রে খবর। বাংলাদেশে অশান্তির জেরে বাড়তি সতর্কতা মালদহের মহদিপুর আন্তঃর্জাতিক সীমান্তে। বিএসএফ এবং পুলিশের নজরদারি বেড়েছে সীমান্তে।
অন্য খবর দেখুন