
নয়াদিল্লি: শনিবার গুরুগ্রাম পুলিশের (Gurugram Police) একটি দল ২৭ বছর বয়সি প্রাক্তন মডেল দিব্যা পাহুজার (Divya Pahuja) মৃতদেহ উদ্ধার করেছে। যাকে ২ জানুয়ারি গুরুগ্রামের একটি হোটেলে সন্দেহজনক পরিস্থিতিতে খুন করা হয়। হরিয়ানার তোহনার একটি খাল থেকে উদ্ধার হল পাহুজার দেহ। পুলিশের মতে, পাহুজার দেহের একটি ছবি তার পরিবারের সদস্যদের কাছে পাঠানো হয়েছিল যাঁরা তাঁর পরিচয় নিশ্চিত করেছে।
উল্লেখযোগ্যভাবে, গুরুগ্রাম পুলিশের ছয়টি দলকে পাহুজার মৃতদেহ উদ্ধারের দায়িত্ব দেওয়া হয়েছিল। পাঞ্জাব পুলিশের বেশ কয়েকটি দল এবং ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) ২৫-সদস্যের একটি দলকেও তাঁর মৃতদেহ উদ্ধারে কাজে লাগানো হয়। এর আগে বৃহস্পতিবার বলরাজ গিল নামে অভিযুক্তদের একজন পুলিশকে জানিয়েছিল যে সে হরিয়ানার তোহনার একটি খালে পাহুজার মৃতদেহ ফেলে দিয়েছে। তারপরে পুলিশ এই সাফল্য পেয়েছে।
আরও পড়ুন: মল্লিকার্জুন খাড়্গে হলেন ইন্ডিয়া জোটের আহ্বায়ক
দিব্যা পাহুজাকে গুরুগ্রামের একটি হোটেলে সন্দেহজনক অবস্থায় খুন করা হয়েছে বলে অভিযোগ। ঘটনার পরে, গুরুগ্রাম পুলিশ অভিজিৎ সিং সহ তিনজনকে গ্রেফতার করে। অভিজিৎ ওই হোটেলের মালিক। গোটা ঘটনাটি সিসিটিভি ক্যামেরাতেও ধরা পড়ে। যাতে দেখা যায় অভিজিৎ ওই তরুণী এবং অন্য একজনকে ২ জানুয়ারি (মঙ্গলবার) ভোর ৪টের দিকে হোটেলের রিসেপশনে এসে ১১১ নম্বর রুমে যাচ্ছেন। পরে রাতে অভিজিৎ ও অন্যদের দিব্যার দেহ টেনে নিয়ে যেতে দেখা যায়।
আরও খবর দেখুন