লখনউ: উত্তরপ্রদেশে (uttarpradesh) মথুরায় (Mathura) একটি ইন্ডিয়ান অয়েল প্ল্যান্টে (Indian Oil plant) ভয়ঙ্কর বিস্ফোরণ। আট জনের জখম হওয়ার খবর পাওয়া গেছে, তার মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণের তীব্রতায় এতটাই মারাত্মক ছিল যে কেঁপে ওঠে গোটা এলাকা। মঙ্গলবার সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে।
ঘটনাটি ঘটেছে অ্যাটমোস্ফিয়ারিক ভ্যাকুয়াম ইউনিট পুনরায় চালু করার সময়। হঠাৎ করে আগুন ধরে যায়, সেই সময় ওইখানে কাজ করছিলেন শ্রমিকরা। মথুরা রিফাইনারির জনসংযোগ আধিকারিক রেনু পাঠকের মতে, এভিইউ ইউনিটে রক্ষণাবেক্ষণের কাজ শেষ হওয়ার সময় আগুন লেগেছিল, যেটি পরিষেবার জন্য বন্ধ ছিল। আটজন শ্রমিক কাজ করছিলেন, তাঁদের মধ্যে দুজনের দেহের ৫০ শতাংশ পুড়ে গিয়েছে।
আরও পড়ুন:ট্যাবকাণ্ডে ধৃত চারজনকে আজ আদালতে পেশ
বাকি দুজনের ৪০ শতাংশ, আর চারজনের ২০ শতাংশ ঝলসে গেছে। তড়িঘড়ি সকলকে সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, অবস্থার অবনতি হলে তাঁদের দিল্লির অ্যাপোলো হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তাঁদের বিশেষ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন আছেন তাঁরা। আহতের পরিজনরা ইউনিটের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন।