পূর্ব বর্ধমান: মহিলাদের (Women) প্রতি হেনস্তার অভিযোগ সামনে আসছে প্রতিনিয়ত। আরজি কর (RG Kar Hospital) কাণ্ডে এখন উত্তাল পরিস্থিতি। এবার এক অন্যরকমের ঘটনা সামনে এল। অভিযোগ, অভিভাবকদের সই জাল করে শিক্ষকের নামে শ্লীলতাহানির মিথ্যা অভিযোগ। পূর্ব বর্ধমানের জামালপুরের ঘটনা। জামালপুর প্রাথমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক সেখ নবিউল্লা। ভালো শিক্ষক হিসাবে খ্যাতি রয়েছে। কিছু দিন আগে বিডিওর কাছে এই শিক্ষকের নামে ছাত্রীদের শ্লীলতাহানি করার অভিযোগ জমা পড়ে। আর সেখানে অভিভাবকদের সই ছিল।
পরে বিষয়টি জানাজানি হতেই দেখা যায় সেখানে কোনও অভিভাবক সই করেননি। তাদের সই জাল করা হয়েছে। এরপরই নির্দোষ ওই শিক্ষকের পাশে দাঁড়িয়ে অভিভাবকরা এদিন বিডিও কাছে বিক্ষোভ দেখান। শিক্ষক সেখ নবিউল্লা জানিয়েছেন, তাঁর শাশুড়ি মিরাতাজ সেখ স্বয়ম্ভর গোষ্ঠীর বিভিন্ন প্রতিবাদ করেছেন তার নামে মিথ্যা অভিযোগ করে ফাঁসানো হয়েছে।
আরও পড়ুন: দর্জির মাথা কাটার ঘটনায় অভিযুক্তকে জামিন রাজস্থান হাইকোর্টের
আরও খবর দেখুন