গিরিডি: বিয়েবাড়ি থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা (Accident)। সোজা স্করপিও গিয়ে ধাক্কা মারে গাছে। নিমেষে দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের। গুরুতর জখম (Injured) হয়েছেন আরও ৫। তাঁদের মধ্যে ২ জন শিশু আছে বলেও জানা যাচ্ছে। শনিবার ভোরে ঝাড়খণ্ডের গিরিডি জেলায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ডের গিরিডি জেলার তিকোদিহ গ্রামে স্করপিও করে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন ১০ জন। রাত তিনটে নাগাদ তাঁরা বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ির দিকে রওনা দেন। বাঘমারা গ্রামের কাছে আসতেই ঘটে দুর্ঘটনা। রাস্তার ধারে একটি গাছে সজোরে ধাক্কা মারে গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ শিশু সহ ৫ জনের। গুরুতর আহত হন আরও ৫ জন। তাঁদের মধ্যে ২ শিশুর অবস্থা সঙ্কটজনক বলে জানা যাচ্ছে।
সংঘর্ষের অভিঘাত এতটাই ছিল যে গাড়িটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয় বাসিন্দারাই প্রথমে ছুটে আসেন এবং উদ্ধার করার চেষ্টা করেন। শেষে পুলিশ ও দমকল বাহিনী এসে গাড়ির দরজা ও ছাদ কেটে যাত্রীদের উদ্ধার করা হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান গাড়ির চালক ঘুমিয়ে পড়েছিলেন। সেই কারণেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে।
দেখুন আরও অন্য খবর