কলকাতা: কোরিওগ্রাফার এবং পরিচালক ফারাহ খান (Farah Khan) শুধুমাত্র তার হিট চলচ্চিত্রের জন্যই বিখ্যাত নন, তিনি বিভিন্ন সেলিব্রিটিদের সঙ্গে রান্নার সেশনও করেন। ফারাহ তার খাবারের ভিডিও শ্যুট করেন। সম্প্রতি তার কয়েকটা ভিডিও পোস্ট করেছেন তাতে কেখা যাচ্ছে কোন অভিনেতার সঙ্গে নয় বরং একজন ভাইরাল ট্রাক ড্রাইভার এবং ভ্লগার আর রাজেশের সঙ্গে আঙ্গারা চিকেন রান্না করছেন।
অন্য ভিডিওতে দেখা যাচ্ছে রেঁধে বেড়ে খাওয়াচ্ছেন ফারা খান। তাতে নীল আউট ফিটে রান্না করছেন ফারা। ভিডিও দেখে বোঝা যাচ্ছে রাজস্থানের কোনও এক রাজমহল। চারিদিকে রাজশাহি খানাপিনা। এই সবের মধ্যেই রান্না করছেন ফারা।
View this post on Instagram
অন্য খবর দেখুন