জম্মু-কাশ্মীরের বিধানসভা নির্বাচন শেষ। এবার ফল প্রকাশের পালা। তার আগেই রাজনীতির আঁচে হাত সেঁকার কাজ শুরু হয়ে গিয়েছে। কারা কোন জোটে থাকবে ? এ নিয়ে চর্চা তুঙ্গে। ফারুক আবদুল্লার ন্যাশনাল কনফারেন্সের ভূমিকা নিয়ে চলছে তরজা।
রাজনৈতিক মহলে গুঞ্জন, পরবর্তী সরকার গঠনের জন্য বিজেপির সঙ্গে হাত মেলাবে ফারুক আবদুল্লার দল ন্যাশনাল কনফারেন্স। তবে জল্পনা উড়িয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি ফারুক। জানালেন, আসন্ন সরকার গঠনের জন্য বিজেপির সঙ্গে জোট বাঁধবে না তাঁর দল।
আরও পড়ুনঃ ভোটে জিততে টাকা ছড়ায় কংগ্রেস, তোপ মোদির
প্রকাশ্যে ফারুক আবদুল্লার হুঁশিয়ারি, ‘যে দল বিজেপির পক্ষে থাকবে তারা জম্মু ও কাশ্মীরে নিশ্চিহ্ন হয়ে যাবে।’বিজেপির সঙ্গে জোট গড়ার কোনও প্রশ্নই নেই বলে দাবি ন্যাশনাল কনফারেন্সের প্রেসিডেন্ট। তিনি আরও জানান, ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেসের পক্ষে ভোট মানেই বিজেপির বিরুদ্ধে ভোট।
জম্মু-কাশ্মীরের বুথ ফেরত সমীক্ষা প্রসঙ্গে বলেন, ‘আমরা কিছু আগে থেকে বলতে পারি না। তবে ফলাফল শীঘ্রই ঘোষণা করা হোক। নির্বাচনে কে কী করেছে তা ভোটের রেজাল্টে জানা যাবে।’ হরিয়ানা নিয়েও আশাবাদী ফারুক বলেন, ‘বর্তমান সরকারের অত্যাচার যারা সহ্য করেছেন, তারাই কংগ্রেসের পক্ষে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।’
দেখুন অন্য খবরঃ