ঢাকা: ফের উত্তপ্ত ঢাকা (Dhaka)। কোটা বিরোধী আন্দোলনে হিংসার ঘটনায় মৃতদের স্মরণে কর্মসূচিকে ঘিরে উত্তপ্ত হল ঢাকা সহ বাংলাদেশের (Bangladesh) বিভিন্ন এলাকা। সিলেটের হবিগঞ্জে গুলিতে একজনের মৃত্যু হয়েছে। খুলনায় আন্দোলনকারীরা এক পুলিশকে পিটিয়ে মেরেছে। ঢাকার উত্তরায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ চলে। অভিযোগ উঠেছে, উত্তরায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা বিক্ষোভ মিছিল বের করলে পুলিশের আড়ালে থাকা সরকার সমর্থক সংগঠন ছাত্র লীগের সশস্ত্র কর্মীরা হামলা করে। রবিবার থেকে ছাত্ররা অনির্দিষ্টকালীন অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে। বিএনপি সহ বিরোধীরা তাকে সমর্থন জানানোয় বাংলাদেশজুড়ে হিংসা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সিলেট, খুলনা, বরিশাল, নরসিংদী, চট্টগ্রাম থেকে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে। তাতে অন্তত ৩০০ জন জখম হয়েছেন। শুক্রবার ফের আন্দোলন থামাতে পুলিশের বলপ্রয়োগ এবং প্রাণহানির নিন্দা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগির। সরকারকে তাঁর পরামর্শ, মানুষের ক্ষোভকে মর্যাদা দিয়ে তাঁদের উচিত অবিলম্বে ইস্তফা দেওয়া। আওয়ামি লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, পুলিশকে বলা হয়েছে ছাত্রদের উপর বলপ্রয়োগ করা থেকে বিরত থাকতে। মত প্রকাশের স্বাধীনতাকে আমরা শ্রদ্ধা জানাই। কিন্তু, তৃতীয় কোনও পক্ষ যাতে তার সুযোগ না নেয় সে বিষয়ে সতর্ক থাকা দরকার।
আরও পড়ুন: প্রতারণার অভিযোগে গ্রেফতার এক সিভিক ভলেন্টিয়ার
আরও খবর দেখুন