ইংল্যান্ড: মাকড়সা দেখলেই আমাদের মধ্যে অনেকেই লাফিয়ে ওঠেন। কারণ, অদ্ভুতদর্শন এই প্রাণীর বিশেষ কিছু প্রজাতি বিষাক্ত হয়ে থাকে। তবে সব মাকড়সা কিন্তু ক্ষতিকর নয়। আসলে, আটপেয়ে এই প্রাণীটি আর্থ্রোপোডা গোত্রের আরাকনিডসরা শ্রেণীর অন্তর্ভুক্ত। তবে সম্প্রতি এক বিশেষ প্রজাতির মাকড়সাকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ল। কারণ এবার হাতের তালুর আকৃতির বিশেষ প্রজাতির মাকড়সার সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আর এই বিষয়টি নিয়ে এক অজানা আতঙ্ক তৈরি হয়েছে। আসলে ২০১৪ সালে ‘ফেন রাফট’ মাকড়সাদের সংরক্ষণের জন্য হাজার হাজার মাকড়সাকে পুনরায় প্রকৃতিতে ছেড়ে দেওয়া হয়। ২০২৪ সালে, চেস্টার চিড়িয়াখানা জানিয়েছে যে ১০,০০০-এর বেশি প্রজননক্ষম স্ত্রী মাকড়সা যুক্তরাজ্যে ছড়িয়ে পড়েছে। সম্প্রতি, চেস্টার চিড়িয়াখানার এক বিবৃতিতে বলা হয়েছে, “দশ বছর আগে আমরা হাজার হাজার বড় মাকড়সা যুক্তরাজ্যে পুনর্বাসিত করতে চেয়েছিলাম। সেই লক্ষ্যে, ফেন রাফট মাকড়সাগুলিকে প্রজনন করানো হয়েছিল। এখন আমরা এটা ভেবে গর্বিত যে, ১০,০০০-এর বেশি স্ত্রী মাকড়সা সফলভাবে প্রজনন করছে।”
আরও পড়ুন: চাঁদের বাড়ি তৈরি করছেন ইলন মাস্ক! অনায়াসে কাটানো যাবে কয়েকদিন
উল্লেখ্য, চেস্টার চিড়িয়াখানা ২০১১ সালে রয়েল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অব বার্ডস-এর সঙ্গে যৌথভাবে একটি উদ্যোগ নেয়, যেখানে তারা কয়েকশো ‘ফেন রাফট’ প্রজাতির ছোট মাকড়সা আলাদা আলাদা টেস্টটিউবে প্রতিপালন করে। সেই সময় পর্যবেক্ষণকারীরা প্রতিটি মাকড়সাকে পিনসার দিয়ে ছোট ছোট মাছি খাওয়াতেন। অবশেষে, প্রাপ্তবয়স্ক মাকড়সাগুলিকে প্রকৃতিতে ফিরিয়ে দেওয়া হয়, এই কারণেই এই বিশেষ প্রজাতির মাকড়সার সংখ্যা আচমকা বৃদ্ধি পেয়ে যায়। যদিও এই বিশালাকার মাকড়সাগুলিকে দেখে অনেকেই ভয়ে শিউরে ওঠেন; তবে ‘ফেন রাফট’ মাকড়সাগুলি মানুষের জন্য এক্কেবারে ক্ষতিকারক নয়। বেশিরভাগ মাকড়সা জাল তৈরি করে শিকার ধরে, কিন্তু ফেন রাফট মাকড়সা জলাশয়ের উপর সামনের পা রেখে অপেক্ষা করে। পায়ের ছোট ছোট ট্রাইকোবোথ্রিয়া দিয়ে তারা জলে শিকারের কম্পন অনুভব করতে পারে এবং দ্রুত আক্রমণ করে শিকার ধরে। কিন্তু মানুষের জন্য তারা এক্কেবারে ক্ষতিকারক নয়।
দেখুন আরও খবর: