কলকাতা: এবারের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে (Bengal Global Business Summit) ফিকি এবং সিআইআইয়ের জাতীয় কর্মসমিতির বৈঠক বসছে। বাণিজ্য সম্মেলনের মঞ্চে সর্বভারতীয় স্তরের এই দুই বণিকসভার বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে শিল্প (Industry) মহল।
২১ নভেম্বর নিউটাউনে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে শুরু হচ্ছে সপ্তম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। দেশ-বিদেশের অন্তত ৩৫ জন শীর্ষস্থানীয় শিল্পপতি এই সম্মেলনে অংশ নেবেন বলে রাজ্যের শিল্প দফতরের দাবি। সূত্রের খবর, আমেরিকা, ব্রিটেন, জাপান, মালয়েশিয়া, স্পেন, জার্মানি, অস্ট্রেলিয়া প্রভৃতি ২০টি দেশের প্রতিনিধি উপস্থিত থাকবেন এই সম্মেলনে। এছাড়া রাজ্যের বাইরের প্রায় এক হাজার বাণিজ্য প্রতিনিধি যোগ দেবেন সম্মেলনে। থাকবেন বিনোদন শিল্পের প্রতিনিধিরাও। সম্মেলন শেষ হবে ২৩ নভেম্বর।
আরও পড়ুন: বেসরকারি সংস্থায় ভূমিপুত্রের চাকরি সংরক্ষণ খারিজ হরিয়ানা
উদ্যোক্তারা জানান, শিল্পপতি মুকেশ আম্বানির পাশাপাশি হিরানন্দানি গোষ্ঠীর নিরঞ্জন হিরানন্দানিও বাণিজ্য সম্মেলনে থাকবেন। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে যে দর্শন হিরানন্দানির অভিযোগ ঘিরে দেশের রাজনীতিতে তোলপাড় চলছে, নিরঞ্জন সেই দর্শন হিরানন্দানির বাবা। গতবারও হিরানন্দানি গোষ্ঠী বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে হাজির ছিল। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ শিল্পপতি গৌতম আদানি থাকবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। তৃণমূল সাংসদ আদানির বিরুদ্ধেও সরব। আবার আদানি গোষ্ঠী বাংলার তাজপুরে গভীর সমুদ্র বন্দর গড়ার জন্য বিনিয়োগ করছে। ওই গোষ্ঠীর সঙ্গে রাজ্য সরকারের প্রাথমিক চুক্তিও হয়ে গিয়েছে।
আরও খবর দেখুন