skip to content
Friday, October 4, 2024

skip to content
HomeScrollফাইনাল ইয়ারের আইন শিক্ষার্থীরা সর্বভারতীয় 'বার পরীক্ষা'য় বসতে পারবেন
Supreme Court

ফাইনাল ইয়ারের আইন শিক্ষার্থীরা সর্বভারতীয় ‘বার পরীক্ষা’য় বসতে পারবেন

অনুমতি দিল সুপ্রিম কোর্ট

Follow Us :

নয়াদিল্লি: ফাইনাল ইয়ারের আইন শিক্ষার্থীরা (Law Students) ২০২৪ সালের সর্বভারতীয় ‘বার পরীক্ষা’য় বসতে পারবেন। অনুমতি সুপ্রিম কোর্টের (Supreme Court)। ২৪ শে নভেম্বর হতে চলা অল ইন্ডিয়া বার এক্সামিনেশনে দেশের সব ফাইনাল ইয়ারের আইন শিক্ষার্থীদের পরীক্ষায় বসার অনুমতি সুপ্রিম কোর্টের।

দেশের আইনজীবীদের সর্বোচ্চ সংগঠন বার কাউন্সিল অফ ইন্ডিয়া জানিয়েছিল, ফাইনাল ইয়ারের আইন শিক্ষার্থীরা ওই পরীক্ষায় বসতে পারবেন না। তাদের এই সিদ্ধান্ত বার কাউন্সিল অফ ইন্ডিয়া বনাম বনী ফই ল কলেজ অ্যান্ড আদার্স মামলায় সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের দেওয়া রায়ের পরিপন্থী। এই সওয়ালের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের অন্তর্বর্তী ছাড়পত্র।

আরও পড়ুন: কেন বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণোদিত মামলা? জানুন আপডেট

ফাইনাল ইয়ারের পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় বিধি তৈরির জন্য সময় প্রার্থনা বার কাউন্সিল অফ ইন্ডিয়ার। বিধি তৈরির জন্য সময় নেওয়া যেতেই পারে। কিন্তু ফাইনাল ইয়ারের আইন শিক্ষার্থীদের একটি বছর যেন নষ্ট না হয়। জানায় আদালত।শুধু মামলাকারীরা নয়, দেশের সব ফাইনাল ইয়ারের আইন শিক্ষার্থীরাই এই নির্দেশ অনুযায়ী পরীক্ষায় বসতে পারবে বলে জানিয়েছে দেশের শীর্ষ আদালত।

আরও খবর দেখুন 

RELATED ARTICLES

Most Popular