নয়াদিল্লি: বাতাসে গুণমান খারাপ থাকায় দূষণের (Pollution) সমস্যায় জেরবার দিল্লি (Delhi)। তার মধ্যে শুক্রবার বৃষ্টি (Rain) হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে। দূষণের দাপটে জেরবার ছিল দিল্লিবাসী। অবশেষে কিছুটা স্বস্তি পেলেন তাঁরা। এরই মধ্যে দিল্লি সরকার জানিয়েছে জোড় বিজোড় সংখ্যা মেনে গাড়ি চলাচলের সিদ্ধান্ত প্রত্যাহার করা হচ্ছে। ফলে স্বাভাবিক ছন্দেই ফিরছে দিল্লি।
উল্লেখ্য, দিল্লির ভয়ঙ্কর দূষণ ঠেকাতে অরবিন্দ কেজরিওয়াল সরকার শহরে কৃত্রিম বৃষ্টি নামানোরও চিন্তাভাবনা করছে। যার ফলে বাতাসে মিশ্রিত ভারী ধূলিকণা ধুয়ে যাবে। চীন, ইন্দোনেশিয়া মালয়েশিয়া এর আগে কৃত্রিম বৃষ্টি নামিয়েছিল। গত এক সপ্তাহ ধরে ফসলের গোড়া পোড়ানোর কারণে দিল্লির বাতাস বিষাক্ত হয়ে উঠেছে। তা আটকাতে দিল্লির আপ সরকার বিভিন্ন ব্যবস্থা নিলেও ভয়ঙ্কর বায়ু দূষণের সঙ্গে পেরে উঠছে না। আইআইটির বিশেষজ্ঞেরা জানিয়েছেন কৃত্রিম বৃষ্টির জন্য নিদেনপক্ষে ৪০ শতাংশ মেঘ সৃষ্টি করা জরুরি। এরকমই চর্চার মাঝে এদিন স্বাভাবিকভাবেই খানিকটা বৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: পদত্যাগ করলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল
আগামী সপ্তাহে রয়েছে দেওয়ালি ও ছট পুজো দুটো উৎসবেই মারাত্মকরকমের বাজি ফাটে। ফলে দূষণের মাত্রা আরও তীর হওয়ার আশঙ্কা রয়েছে। তাই এখন আরও বৃষ্টির অপেক্ষায় রয়েছেন দিল্লিবাসী।
আরও খবর দেখুন