হাওড়া: হাওড়ার (Howrah) ফোরশোর রোডে বিচালি ঘাট সংলগ্ন একটি কারখানায় (Factory) ভয়াবহ আগুন (Fire)। দমকল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল ৬টা নাগাদ আগুন লাগে। এই মুহূর্তে ১৭টি ইঞ্জিন (Fire Tender) সেখানে আগুন নেভানোর কাজ করছে। কারখানা মালিকের দাবি, পাশের একটি কাপড় আয়রনের ঘর থেকে আগুন ছড়িয়ে পড়ে। কাপড়ের গোডাউনে আগুন লেগে গিয়েছে।
কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা। আগুন লাগার ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। যে গুদামটিতে আগুন লেগেছে, তার ঠিক পাশে একটি পেট্রল পাম্প রয়েছে। যার জেরে আশঙ্কা তৈরি হয়েছে। ভয়ঙ্কর কোনও পরিস্থিতি এড়াতে পেট্রল পাম্পটিকে ইতিমধ্যেই বন্ধ করা হয়েছে। ফোরশোর রোডেরও একাংশ বন্ধ করে আগুন নেভানোর কাজ চলছে। গুদামে কী মজুত করা ছিল, তা এখনও জানা যায়নি।
আরও পড়ুন: হাওড়ায় জুটমিলে ছাদ ভেঙে চাপা পড়লেন শ্রমিকরা
আগুন নেভাতে ইতিমধ্যেই তৎপর হয়েছেন দমকল কর্মীরা। তবে এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। কী ভাবে ওই আগুন লাগল, তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে দমকল সূত্রে খবর। হাওড়া এবং শিবপুর থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছেছে।
অন্য খবর দেখুন