বীরভূম: ভাইফোঁটার সকালে হাওড়াগামী ট্রেনে (Train Fire) আগুনের আতঙ্ক ছড়াল। বুধবার সকালে আমোদপুর স্টেশনে (Amodpur Station) ঢোকার আগেই হাওড়াগামী মালদা ইন্টারসিটি এক্সপ্রেসের (Intercity Express Train) ডি-৩ কামরায় ধোঁয়া ধোঁয়া বের হতে দেখা যায়। ট্রেনের চাকা থেকে বেরতে থাকে ধোঁয়া। একটি কামরায় আগুন লেগে যায়। ধোঁয়া দেখে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। ঘটনার পরই রেলের আধিকারিকরা স্টেশনে আসেন। ট্রেনের কামরা পরীক্ষা করেন। বেশ কিছুক্ষণ ট্রেন দাঁড়িয়ে থাকার পর ট্রেন ছাড়ে।
আরও পড়ুন: পুরসভার উদ্যোগে অনাথ পথ শিশুদের জন্য গণভাইফোঁটা
বুধবার মালদহ থেকে ট্রেন ছাড়ার স্বাভাবিকই ছিল। আমোদপুর স্টেশনে (Amodpur Station) কামরার যাত্রীরা ধোঁয়া বেরতে দেখেন। এক যাত্রী জানান, বি থ্রি ট্রেনের কামরায় ধোঁয়া বের হতে দেখেন। রেল কর্তৃপক্ষকে জানানোর চেষ্টা করেন যাত্রী। সেখানে যান রেলের আধিকারিকরা ও ইঞ্জিনিয়াররা। মালদা–হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেসের চাকায় ধোঁয়া, ভাইফোঁটার দিন উত্তেজনা ছড়াল স্টেশন চত্বরে। তারপর ট্রেনটি আমোদপুর স্টেশনে ১৫ মিনিট দাঁড়িয়েছিল। পরীক্ষার পর জানা গিয়েছে ট্রেনে কিছু যান্ত্রিক ত্রুটি রয়েছে। আর তা দ্রুততার সঙ্গে সারানো হয়। পরে ট্রেনটি আবার হাওড়ার উদ্দেশে রওনা দেয়। এই ঘটনায় যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। লোকাল ট্রেন থেকে শুরু করে এক্সপ্রেস ট্রেনের রক্ষণাবেক্ষণ নিয়ে উঠছে প্রশ্ন।
আরও অন্য খবর দেখুন