কলকাতা: ন্যাশনাল মেডিক্যালের (Calcutta National Medical College & Hospital) চক্ষু বিভাগে ভয়াবহ আগুন (Fire Breaks Out Calcutta National Medical College & Hospital)। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা, স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়ায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে তড়িঘড়ি করে ঘটনাস্থলে পৌঁছায় দমকল। যুদ্ধকালীন তৎপরতায় নিয়ন্ত্রণে আনার চেষ্টায় দমকল কর্মীরা। তবে কীভাবে এই আগুন লাগল তা এখনও জানা যায়নি। দমকলের প্রাথমিক অনুমান শটসার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে।
আরও পড়ুন: নতুন মামলায় ফের গ্রেফতার পার্থ-অয়ন
মঙ্গলবার ন্যাশানাল মেডিক্যালের চক্ষু বিভাগে আচমকাই আগুন লেগে যায়। চারপাশ ধোঁয়ায় ঢেকে যায়। আগুনের উৎসস্থল খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। আগুন যাতে ছড়িয়ে না পরে তার জন্য যুদ্ধকালীন তৎপরতায় নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোরগোল পড়ে যায়। তবে বড় কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। তার আগেই নিয়ন্ত্রণ করা হয় পরিস্থিতি।
অন্য খবর দেখুন