কলকাতা: শহরে একের পর এক অগ্নিকাণ্ড। এবার বড়বাজারের মেহতা বিল্ডিংয়ে (Mehta Building Fire) ভয়াবহ আগুন (fire)। ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে দমকলকে। কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা। ওই বহুতলের মধ্যে এখনও কেউ আটকে রয়েছে কি না এখনও স্পষ্ট নয়। ওই বিল্ডিংয়ে রয়েছে ওষুধের পাইকারি দোকান। এখনও পর্যন্ত এই অঘটনে কোনও হতাহতের খবর মেলেনি। কীভাবে আগুন লাগল, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। যদি বেশ কয়েকঘ্টার প্রচেষ্টায় আগুন নিয়ণন্ত্রে।
আরও পড়ুন: পূর্ব রেলের এক্তিয়ারের মধ্যে পড়ে না, দাবি মুখ্য জনসংযোগ আধিকারিকের
বহুতলের চতুর্থ তলে আগুন লেগেছে। সেখানে ওষুধ, রাসায়নিকের দোকান রয়েছে। বিকেলের ব্যস্ত সময় আগুন লাগায় তীব্র যানজট তৈরি হয়েছে এলাকাজুড়ে। গায়ে গায়ে দোকান হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ের পড়ার সম্ভাবনা রয়েছে। আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে কার্যত ক্ষোভ দেখা যায় ব্যবসায়ীদের মধ্যে। ব্যবসায়ীদের অভিযোগ, এসি মেশিন থেকে আগুন লেগে থাকতে পারে। তবে বিল্ডিংয়ে যে অগ্নি নির্বাপনের ব্যবস্থা রয়েছে,তা কাজ করেনি বলেই ব্যবসীয়ীদের অভিযোগ। এমনকি আগুন লাগলেও কোনও অ্যালার্ম বাজেনি বলে অভিযোগ। প্রসঙ্গত, ১১ জুন ক্যামাক স্ট্রিটের একটি রেস্তরাঁয় আগুন লাগে। ১৪ জুন অ্যাক্রোপলিস মলে আগুন লাগে। ২২ জুন গার্স্টিন প্লেসের পুরনো বাড়িতে আগুন লেগেছিল।
দেখুন ভিডিও