কলকাতা: খাস কলকাতায় আগ্নেয়াস্ত্র উদ্ধার (Firearms recovered) করল কলকাতা পুলিশের এসটিএফ বিভাগ (Kolkata Police STF)। শনিবার বৈঠকখানা বাজার থেকে ৫ টি বন্দুকসহ ৯০ রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করল এসটিএফ। এই ঘটনায় আটক এক ব্যক্তি। অভিযুক্ত রাজাবাজারের বাসিন্দা। বৈঠকখানা বাজারে ডেলিভারি করতে এসেছিল। গ্রেফতার করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ধৃতের নাম মহম্মদ ইসমাইল।
আরও পড়ুন: পাহাড়ে সফরে মুখ্যমন্ত্রী, রয়েছে জিটিএর সঙ্গে বৈঠক
পুলিশ সূত্রে খবর, শিয়ালদহের কাছে সুরেন্দ্রনাথ কলেজের কাছে বৈঠকখানা বাজার রোডের কাছে অস্ত্রভান্ডারের হদিস গোপন সূত্র মিলেছিল। তার পরেই অভিযান চালায় এসটিএফ। তল্লাশিতে মহম্মদ ইসমাইল নামে এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় ৫ টি পিস্তল, ৯০ রাউন্ড গুলি। এরপরই আটক হয় ইসমাইল। ধৃত রাজাবাজার এলাকার বাসিন্দা। প্রাথমিক ভাবে তদন্তকারীদের অনুমান, তিনি অস্ত্র কেনাবেচার কারবারের সঙ্গে জড়িত।
অন্য খবর দেখুন