ওয়েব ডেস্ক : যোগী রাজ্যে অনুষ্ঠান চলাকালীন চলল গুলি। ঘটনায় আহত হলেন দুই মহিলা। সূত্রের খবর, শনিবার রাতে উত্তর প্রদেশের (Uttarpradesh) মাহোবা জেলায় কুঁড়া পূজার এক সাংস্কৃতিক অনুষ্ঠানে গুলি (Firing) চলার ঘটনাটি ঘটেছে। এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়ায়। যে রাজ্যের পুলিশ-প্রশাসনের প্রশংসা শোনা যেত সাধারণ মানুষের মুখে, এবার সেখানেই ঘটে গেল এই ধরণের এমন একটি ঘটনা। ফলে সে রাজ্যের পুলিশ-প্রশাসনের ভূমিকা প্রশ্নচিহ্নের মুখে।
পুলিশ সুত্রে খবর, জেলার এক গ্রামে পূজা উপলক্ষে আয়োজিত হয়েছিল নাচ-গানের অনুষ্ঠান। স্থানীয় বাসিন্দা কাল্লু আহিরওয়ারের বাড়িতে চলছিল এই অনুষ্ঠান। অভিযোগ, অনুষ্ঠানের গান চলাকালীন অমিত আহিরওয়ার নামে এক যুবক গুলি চালায়। সেই গুলি রাধা ও রমা নামে দুই মহিলার পায়ে গিয়ে লাগে। এর পর গুরুতর আহত অবস্থায় দুই মহিলাকে ভর্তি করা হয় হাসপাতালে। তবে সেখানে অবস্থার অবনতি হওয়ার কারণে তাদের ভর্তি করা হয় অন্য হাসপাতালে।
আরও খবর : তামিলনাড়ুতে বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত ১, আহত ৫
এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় (Social Media)। যেখানে দেখা গিয়েছে, ‘গোলি চল জাভেগি’ গানের তালে নাচ চলাকালীন আচমকা গুলির শব্দ শোনা যায়। সেই গুলির আওয়াজে আতঙ্কে এদিকওদিক ছুটতে শুরু করেন সাধারণ মানুষ।
এই ঘটনার পর আহতদের পরিবারের তরফ থেকে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছিল। পুলিশ সূত্রের, অভিযুক্ত অমিত আহিরওয়ার বর্তমানে পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ (Police)। এইভাবে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র চালানো নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। তারা অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
দেখুন অন্য খবর :