নয়াদিল্লি: সাহারায় (Sahara) ৫০ বছরের মধ্যে প্রথম বন্যা (Flood) হল। মরক্কোর দক্ষিণ পূর্ব দিকে দুদিন ধরে ব্যাপক বৃষ্টির কারণে সাহারা মরুভূমির কিছু অংশে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। মরুভূমি এলাকায় এই ধরনের আকস্মিক বন্যার ঘটনা বিরল। রাজধানী রাবাত থেকে ৪৫০ কিলোমিটার দূরে ত্যাগোইউনাইট গ্রামে গত সেপ্টেম্বর মাসে একদিন ১০০ মিলিমিটার বৃষ্টির ঘটনা রেকর্ড করা হয়। নাসার কৃত্রিম উপগ্রহের তোলা ছবিতে দেখা গিয়েছে ৫০ বছরের বেশি সময় ধরে শুকিয়ে যাওয়া জাগোরা ও টাটা এলাকার মধ্যে ইরিকুয়ি নামের হ্রদটি জলে ভরে গিয়েছে।
গত মাসে মরক্কোর বন্যায় ১৮ জন প্রাণ হারায়। এর আগের বছরে সেখানে ব্যাপক ভূমিকম্পের ধকল এখনও কাটিয়ে উঠতে পারেননি বাসিন্দারা। গত সেপ্টেম্বরে ব্যাপক বৃষ্টির কারণে মরক্কোয় বাঁধ দিয়ে তৈরি জলাধারগুলি পরিপূর্ণ হয়ে গিয়েছে। মধ্য ও পশ্চিম আফ্রিকার ৯০ লাখ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে সাহারা মরুভূমি বিস্তৃত।
আরও পড়ুন: দেশজোড়া জুনিয়র ডাক্তারদের অনশনের ডাক
দেখুন অন্য খবর: