কলকাতা: IMA-র ডিরেক্টর জেনারেল মনোনীত হলেন ডা. শর্বরী দত্ত (Sharbari Dutta, Director General of IMA)। শনিবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠনের (Indian Medical Association) মহাসচিব মনোনীত হন। IMA-র ৯৮ বছরের ইতিহাসে এই প্রথম সর্বভারতীয় মহাসচিব (Secretary General) পদে কোনও মহিলা নির্বাচিত হলেন। এদিন সর্বভারতীয় আইএমএ-র মহাসচিবের দায়িত্ব পাওয়ার পর তাঁকে অভিনন্দন জানান সর্বভারতীয় আইএমএ-র প্রাক্তন সভাপতি ডা. সুদীপ্ত রায়।
আরও পড়ুন: বড় মাথাদের নাম দিয়ে এসেছি, সিজিও থেকে বেরিয়ে মন্তব্য ডাক্তারদের
নির্বাচিত হয়েই অবশ্য শর্বরী বলেছেন, বাঙালি হিসেবে গর্বিত। এই দায়িত্ব শুধু আমার একার নয়, গোটা দেশের মহিলা চিকিৎসকের সম্মান এবং স্বীকৃতি। ন্যাশনাল মেডিক্যাল কলেজ থেকে ডাক্তারি পাশ করেন। এমবিএস পাশের পর স্ত্রীরোগ নিয়ে বিশেষ ডিগ্রি অর্জন করেছিলেন তিনি। আরজি করের আবহে বাঙালি চিকিৎসককে এই স্বীকৃতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
অন্য খবর দেখুন