
নামখানা: সমুদ্রের (Sea) উত্তাল ঢেউয়ে ট্রলার থেকে পড়ে গিয়ে নিখোঁজ হলেন এক মৎস্যজীবী (Fishermen)। গত ২৭ জুলাই ভোর রাতে ঘটনাটি ঘটে কেঁদোদ্বীপের কাছে। নিখোঁজ মৎস্যজীবী গোপাল মন্ডল সুন্দরবন উপকূল থানার ঝড়খালির বাসিন্দা। গত ২৬ তারিখ কুলতলির সানকিজাহান ঘাট থেকে রওনা দিয়েছিল মা অষ্ঠমি ট্রলার। ট্রলারে ১৫ জন মৎস্যজীবী ছিলেন।
ওইদিন কেঁদোদ্বীপের কাছে ইলিশ ধরছিলেন ট্রলারের মৎস্যজীবীরা। সেই সময় সাগরের উত্তাল ঢেউয়ের মাঝে ট্রলার থেকে ছিটকে জলে পড়েন ওই ট্রলারের মোট চারজন মৎস্যজীবী। ওই সময় পাশে থাকা অন্যান্য ট্রলারের মৎস্যজীবী সহ ওই ট্রলারের মৎস্যজীবীরা তিনজন মৎস্যজীবীকে উদ্ধার করলেও কিছুক্ষণের মধ্যেই সমুদ্রে তলিয়ে যায় গোপাল। দীর্ঘক্ষণ গোপালের খোঁজে তল্লাশি চালানো হলেও তাঁকে উদ্ধার করতে ব্যর্থ হয় মৎস্যজীবীরা। ইতিমধ্যে মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে উপকূল রক্ষী বাহিনী ও প্রশাসনের নজরে আনা হয়েছে বিষয়টি। খবর পাওয়ার পর গভীর সমুদ্রে তল্লাশি শুরু করেছে উপকূলরক্ষী বাহিনী।
আরও পড়ুন: ফের ব্যবসায়ীকে মারধরের অভিযোগ কামারহাটিতে
আরও খবর দেখুন