সিউড়ি: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ। জলমগ্ন বিভিন্ন এলাকা। নদীগুলিতে বন্যা (Flood) পরিস্থিতি। এবার তিলপাড়া জলাধার থেকে পাঁচ হাজার কিউসেক জল ছাড়ায় বীরভূমের (Birbhum) লাভপুরে কুয়ে নদীর বাঁধ ছাপিয়ে ঢুকছে জল। বাঁধ পরিদর্শনে তৃণমূল বিধায়ক, বিডিও। নাগাড়ে বৃষ্টিপাত, জলাধার থেকে ছাড়া জল চিন্তার ভাঁজ বাড়াচ্ছে বীরভূম জেলা প্রশাসনের। লাভপুর ব্লকে ঠিবা, কুরুনাহার, বিপ্রতিকুরি, ইন্দাস সহ একাধিক অঞ্চলে ধান জমি জলের তলায়।
কুয়ে নদীর বাঁধের করুণ অবস্থা। বাঁধ পরিদর্শনে লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিনহা, সঙ্গে লাভপুরের বিডিও, ও সেচ দপ্তরের আধিকারিকরা। বিধায়ক জানান, লাভপুর ব্লকের চারটি গ্রাম পঞ্চায়েত এলাকার ধান জমি জলের তলায় চলে গিয়েছে। হেক্টরের ফর হেক্টর ধান জমি ক্ষিতগ্রস্ত। বেশ কিছু গ্রাম জলমগ্ন। ইতিমধ্যেই মানুষকে সচেতন করার জন্য মাইকিং করা হচ্ছে। প্রশাসন সব রকম ভাবে তৎপর।
আরও পড়ুন: দাঁতাল হাতির তাণ্ডবে পর পর ভাঙল মাটির বাড়ি
আরও খবর দেখুন