Placeholder canvas
HomeScrollশীতের আগমনে লাভের আশায় ফুলের চারা বিক্রেতারা

শীতের আগমনে লাভের আশায় ফুলের চারা বিক্রেতারা

দেশ বিদেশের ফুলের চারা বিক্রিতে দূর দুরান্তে ছুটছেন

কালনা: শীতের মরসুমে বিভিন্ন ফুলের চারা গাছ লাগিয়ে বাড়ির ব্যলকনি, বাগান সাজাতে অনেকই ভালো বাসেন। এই সময় এই চারা গাছের চাহিদাও বাজারেও থাকে। বাংলা জুড়ে শীতের হিমেল হাওয়া শুরু হতেই,লাভের আশায় সক্রীয় কালনার (Kalna) পূর্বস্থলীর ফুলের চারা বিক্রেতারা (Flower Plant Sellers)। কোমর বেঁধে নেমে পড়েছে এলাকার মুরসুমী ফুলের চারা বিক্রিতে। দেশ বিদেশের ফুলের চারা বিক্রিতে দূর দুরান্তে ছুটছেন। পূর্বস্থলীর মরসুমী ফুলের চারা বিক্রি করে ভালো আয় হচ্ছে তাদের।

শীতকালীন সব্জী চাষের দিকে না ঝুকে দেশ বিদেশের ফুলের চাষ শুরু করছেন কালনার পূর্বস্থলীর চাষিরা। জমি থেকেই গাঁদা, ইনকা,রেড বুকেট, চন্দ্র মল্লিকা, গোলাপ, দোপাটি, জিনিয়া ইত্যাদি ফুলের চারা সংগ্রহ করে বিক্রি করতে ছুটছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে। এ-ক্ষেত্রে রেলপথই তাদের প্রধান ভরসা। সন্ধ্যা নামতেই হাওড়া-কাটোয়া রেলপথে পূর্বস্থলী রেলস্টেশনে একে একে এসে জড়ো হচ্ছেন সকলে। সঙ্গে ঝাঁকা বোঝাই রকমারি ফুলের চারার ডালা সাজিয়ে লোকাল ট্রেনে তারা চলে যাচ্ছেন কোন না কোন গন্তব্যস্থলে।

আরও পড়ুন: কালীপুজোর আগেই শীতের আগমন জেলায় জেলায়

কেউ কেউ আবার স্থানীয় বাজারে বসে চারা বিক্রি করছেন। তো কেউ কেউ আবার শহরে পায়ে হেঁটে ফেরি করে বিক্রি করবেন মরশুমী এই ফুলের চারা। যদিও এদের মধ্যে অধিকাংশরা প্রথমে হাওড়া স্টেশনে চলে যান। তারপর সেখান থেকে বিভিন্ন রুটের লোকাল, এক্সপ্রেস ট্রেন ধরে বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ে। এবারের শীত মরশুমের শুরুতে তাদের ভালো বিক্রি হচ্ছে বলে দাবি করেছেন ফুলের চারা বিক্রেতারা। এই মরসুমে লাভের মুখ দেখবেন বলে আশায় বুক বেধেছেন ফুলের চারা বিক্রেতারা।

আরও অন্য খবর দেখুন

Nadia News | হাসপাতালে ঘর দখল করে রক্ত পরীক্ষার জন্য টাকা নেওয়ার অভিযোগ

RELATED ARTICLES

Most Popular

Recent Comments