মহারাষ্ট্র: ঝাড়খণ্ডের পর এবার মহারাষ্ট্র- মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই এবার মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রতিশ্রুতি দিচ্ছে সমস্ত রাজনৈতিক দলগুলি। রবিবার মহারাষ্ট্রে নির্বাচনী ইস্তাহার প্রকাশ করল কংগ্রেস, শিবসেনা এবং এনসিপি-র মহা বিকাশ আঘাদি ব্লক। আর এই ইস্তাহারে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন হাজার টাকা পাঠানোর কথা ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে, ক্ষমতায় এলে জোট সরকার ‘মহালক্ষ্মী যোজনা’র অধীনে এই টাকা পাঠাবে। অর্থাৎ, এতে বিজেপির প্রকাশিত ইস্তাহারের প্রতিশ্রুতির থেকেও বেশী টাকা দেওয়ার কথা বলা হয়েছে। তবে এখানেই শেষ নয়, জোটের ইস্তাহারে মহিলাদের জন্য আরও একাধিক ঘোষণা করা হয়েছে। বিরোধী জোট মহিলাদের বিনামূল্যে বাসে যাতায়াতের পাশাপাশি ৫০০ টাকায় ছয়’টি সিলিন্ডার, মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কড়া আইন, ৯ থেকে ১৬ বছর বয়সী মেয়েদের জন্য বিনামূল্যে জরায়ুমুখের ক্যান্সারের টিকা এবং প্রতি মাসে দু’দিনের ছুটি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তাঁদের ইস্তাহারে।
আরও পড়ুন: জম্মু ও কাশ্মীরে গুলির লড়াই, জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে আহত ২ জওয়ান
মহিলাদের পাশাপাশি কৃষকদের জন্যও এই ইস্তাহারে অনেক প্রতিশ্রুতি দিয়েছে মহা বিকাশ আঘাদি জোট। কৃষকদের আত্মহত্যা বন্ধ করার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন এবং আত্মহত্যায় মৃত কৃষকদের পরিবারগুলির জন্য একটি প্রকল্পের আশ্বাস দেওয়া হয়েছে এই ইস্তাহারে। এছাড়াও উৎপাদিত পণ্যের সঠিক মূল্য নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে জোট। পাশাপাশি, বেকার যুবকদের জন্য মাসিক চার হাজার টাকা পেনশন এবং রাজ্যের বৃত্তি প্রকল্পগুলিকে প্রসারিত করার কথাও লেখা রয়েছে এই নির্বাচনী ইস্তাহারে। রাজ্যের স্বাস্থ্য বীমা নীতি প্রসারিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কংগ্রেস জোটের এই ইস্তাহারে। পাশাপাশি, এই ইস্তাহারে সামাজিক ন্যায়বিচারের অধীনে মহারাষ্ট্রে জাতিগত আদমশুমারি করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। এখন এটাই দেখার যে, বিরোধী জোটের এই ইস্তাহারে মহারাষ্ট্রের ভোটাররা কতটা প্রভাবিত হয়।
দেখুন অন্য খবর: