Friday, October 4, 2024

HomeScrollরাহুলের মঞ্চে হরিয়ানায় তিক্ততা ভুলে হেভিওয়েট শৈলজা প্রচারে নামলেন
Haryana Assembly Election

রাহুলের মঞ্চে হরিয়ানায় তিক্ততা ভুলে হেভিওয়েট শৈলজা প্রচারে নামলেন

হরিয়ানায় কংগ্রেসের পরবর্তী মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে?

Follow Us :

নয়াদিল্লি: অ্যান্টি ইনকাম্বেন্সি ফ্যাক্টরের জেরে হরিয়ানায় (Haryana) এবার কংগ্রেসের ক্ষমতায় আসার সম্ভাবনা তৈরি হয়েছে। সরকারে এলে কে হবেন মুখ্যমন্ত্রী? রাহুল গান্ধীর বাম দিকে না কি ডান দিকে থাকা কেউ?  জাঠ নেতা না কি দলিত নেত্রী? হরিয়ানায় প্রচারে গিয়ে রাহুল গান্ধীর (Rahul Gandhi) একদিকে ছবিতে দেখা গিয়েছে কুমারী শৈলজাকে ও আরেক দিকে দেখা গিয়েছে ভূপেন্দ্র সিংহ হুডাকে। এই দুজনের কে এগিয়ে তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে কংগ্রেস শিবিরে।

হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে রাহুল গান্ধীর মাস্টারস্ট্রোক। মিলিয়ে দিলেন তিনি। ওই মঞ্চে বিক্ষুব্ধ কংগ্রেস নেত্রী কুমারী শৈলজাকে প্রচারে নিয়ে এলেন। হরিয়ানার কার্নালে রাহুল গান্ধীর প্রচারে একই মঞ্চে হাজির হন কংগ্রেসের জাঠ নেতা ভূপেন্দ্র সিংহ হুডা ও দলিত নেত্রী কুমারী শৈলজা। যারা পরস্পরের বিরোধী গোষ্ঠী বলে পরিচিত। হরিয়ানায় দশ বছর পরে বিজেপি সরকারকে হটিয়ে কংগ্রেসকে ক্ষমতায় আসতে হলে ভোটবাক্সে হরিয়ানার জাঠ ও দলিত ভোট এককাট্টা হওয়া জরুরি। যেমনটা লোকসভা নির্বাচনে হয়েছিল। আর সেই কারণে হুডা ও শৈলজার একসঙ্গে প্রচারে নামাও জরুরি। টিকিট বিলি নিয়ে ক্ষুণ্ণ শৈলজা গত দুসপ্তাহ প্রচার থেকে দূরে সরে ছিলেন। যা নিয়ে চিন্তিত ছিল কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব। এদিন বক্তব্য রাখার সময়ও শৈলজা রাহুল গান্ধীর পরেই ভূপেন্দ্র সিংহ হুডার নাম নিয়েছেন। শৈলজা হরিয়ানায় রাহুলের প্রচারে হুডার সঙ্গে একই মঞ্চে হাজির হওয়ায় সব মিলিয়ে স্বস্তিতে কংগ্রেস শিবির।

আরও পড়ুন: হিজবুল্লাহর অন্যতম শীর্ষ নেতাকে খতম করল ইজরায়েল

আরও খবর দেখুন 

RELATED ARTICLES

Most Popular