হাওড়া: প্রয়াত প্রাক্তন বাম সাংসদ স্বদেশ চক্রবর্তী। সোমবার সন্ধ্যায় নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ৮১ বছরেই শেষ হল তাঁর পার্থিব জীবনের পথচলা। তবে নবান্ন ভবনের দিকে তাকালেই স্বদেশ বাবুকে মনে পড়বে অনেকের। কারণ, তাঁর আমলেই তৈরি হয়েছিল আজকের নবান্ন। মূলত মঙ্গলাহাটের ব্যবসায়ীদের জন্য তৈরি হয়েছিল এই ভবন। স্বদেশ চক্রবর্তী তাঁর রাজনৈতিক জীবনকালে হাওড়ার মেয়র এবং সাংসদ ছিলেন। এছাড়াও তিনি এইচআরবিসি’র চেয়ারম্যান পদের দায়িত্বও সামলেছেন। তাঁর এই যাত্রাপথ শুরু হয় ১৯৬১ সালে। ছাত্র আন্দোলনের মাধ্যমে তিনি পার্টি সংগঠনে আসেন।
আরও পড়ুন: মমতার শান্তিসেনা পাঠানোর আর্জির প্রতিক্রিয়া জানাল বাংলাদেশ, কী বলল জেনে নিন?
স্বদেশ চক্রবর্তী মূলত নন্দগোপাল ভট্টাচার্য ও রণজিৎ গুহ’র হাত ধরে ছাত্র আন্দোলনে এসেছিলেন। কলেজ গেটে গুণ্ডাদের হাতে আক্রান্ত হওয়া থেকে পুলিশের হাতে গ্রেফতার হয়ে লকআপে রাত কাটানো- সবটাই তিনি করেছেন রাজনৈতিক জীবনের শুরুতে। ১৯৬৩ সালে তিনি প্রথমবার পার্টির সদস্যপদ লাভ করেন। ১৯৭১ সালে তিনি পার্টির হাওড়া জেলা কমিটির সদস্য হন এবং ১৯৭৯ সালে পার্টি তাঁকে জেলা সম্পদকমণ্ডলীর সদস্যের পদে বসায়। ১৯৮৯ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত হাওড়া পৌরসভার মেয়র পদে ছিলেন স্বদেশ চক্রবর্তী। ১৯৯৯ থেকে ২০০৯ পর্যন্ত তিনি হাওড়া লোকসভা কেন্দ্রের সংসদ ছিলেন।
দেখুন আরও খবর: