কলকাতা: আর্থিক দুর্নীতির দায়ে এবার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে বরখাস্ত করা হল প্রাক্তন রেজিস্ট্রার সুবীর মৈত্রকে। তাঁর বিরুদ্ধে শুধু আর্থিক দুর্নীতির দায় ছিলনা, একাধিক অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে।
বেশ কয়েকদিন আগে থেকেই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রারের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এসেছিল। তারপর থেকেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে শুরু হয় তদন্ত। গত ৫ নভেম্বর তদন্তকারীদের পক্ষ থেকে সেই রিপোর্ট জমা দেওয়া হয়েছিল। সেই ঘটনার তদন্ত করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আরও একটি দল। সেখানে বলা হয় সাত দিনের মধ্যে সুবীরকে উত্তর দিতে হবে।
আরও পড়ুন: গলফগ্রিন থানা এলাকায় উদ্ধার কাটা মুণ্ডু
সেই জবাবও দেন তিনি। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারক সংস্থা এগজিকিউটিভ কাউন্সিলের বৈঠকে সেই রিপোর্ট খতিয়ে দেখার পর এবং সাক্ষীদের বয়ান রেকর্ড করার পর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় তাঁকে বরখাস্ত করা হবে।
বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য সমস্ত ঘটনা সম্পর্কে বিবৃতি প্রকাশ করে জানিয়েছেন, প্রাক্তন রেজিস্ট্রার সুবীর মৈত্রকে জরুরি ভিত্তিতে বিশ্ববিদ্যালয় থেকে বরখাস্ত করা হচ্ছে। পাশাপাশি বিজ্ঞপ্তিতে এও জানানও হয়েছে তিনি কোনও রকম অবসরকালীন সুযোগসুবিধা পাবেন না। এমনকি ঘটনার জেরে বিশ্ববিদ্যালয়ে যে খতি হয়েছে সেই খতিপূরণ করতে হবে সুবীর মৈত্রকেই বলে জানানও হয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে।
দেখুন অন্য খবর