নয়াদিল্লি: রাস্তার ধারে কফি শপে কাউন্টারে কফি অর্ডার দিচ্ছেন। চেয়ারে বসে কফি খাচ্ছেন। স্বয়ং ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী। সেই ছবি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। আচমকাই বেঙ্গালুরুতে (Bengaluru) হাজির প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক (Rishi Sunak)। সেই ছবি ভাইরাল। প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক এবং তাঁর স্ত্রী অক্ষতা মূর্তিকে (Akshata Murty) সম্প্রতি বেঙ্গালুরুতে আরামদায়ক কফি ডেট উপভোগ করতে দেখা গিয়েছে। কাউন্টারে কফি অর্ডার দেওয়ার সময় এবং তাঁদের টেবিলে বসার সময় তাঁদের স্বাচ্ছন্দ্য দেখাচ্ছে। সুনক একটি সাদা শার্ট এবং কালো ট্রাউজার ও মিসেস মূর্তি একটি প্যাস্টেল রঙের কুর্তা পরেছিলেন। ঋষি সুনক ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন।
এর আগে, সুনক ব্রিটেনের প্রধানমন্ত্রী থাকাকালীন বেঙ্গালুরুর জয়নগরে শ্রী রাঘবেন্দ্র স্বামী মঠ পরিদর্শন করেছিলেন। যেখানে তিনি তাঁর স্ত্রী এবং শ্বশুর-শাশুড়ির সঙ্গে আশীর্বাদ চেয়েছিলেন। তাঁরা শ্রী রাঘবেন্দ্র স্বামী মঠের আচার-অনুষ্ঠানেও অংশ নিয়েছিলেন। সুনক ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির জামাই। অক্ষতা মূর্তি তাঁর মেয়ে। ফলে মনে করা হচ্ছে সাধারণ মানুষের অগোচরে আচমকাই ভারতে শ্বশুরবাড়ি ঘুরে গিয়েছেন সুনক। কেউ সেই ছবি তুলেছিলেন। তা সোশ্যাল মিডিয়ায় শেযার করা হয়েছে। সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়েছে।
আরও পড়ুন: দুর্ভিক্ষের আশঙ্কা, মায়ানমারের ২০ লক্ষ মানুষ খেতে পাবেন না!
দেখুন অন্য খবর: