কলকাতা: আরজি কর হাসপাতালের (RG Kar Hospital) প্রশাসনিক ভবন থেকে বেরিয়ে গেল সিবিআই (CBI)। সূত্রের খবর, সিবিআই তদন্তে অনেক কিছু পাওয়া গিয়েছে। রবিবার সকালে আরজি কর হাসপাতালে যায় সিবিআইয়ের একটি দল। সকালে আরও কয়েকটি দল হাসপাতালের একাধিক প্রাক্তন ও বর্তমান কর্তার বাড়িতে হানা দেয়।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের কম্পিউটারের নথি বাজেয়াপ্ত হয়েছে। সঞ্জয়ের বশিষ্ঠের কম্পিউটারের নথি বাজেয়াপ্ত হয়েছে। এছাড়া অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট থেকে আর্থিক লেনদেন সম্পর্কিত তথ্য নেওয়া হয়েছে। ফরেনসিক বিভাগের প্রধান প্রবীর চক্রবর্তীর সঙ্গেও কথা বলেছেন সিবিআই আধিকারিকরা। অ্যাকাডেমিক বিল্ডিংয়ের ক্যান্টিনের বরাত অবৈধভাবে দেওয়া নিয়েও সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ ছিল।
আরও পড়ুন: আরজি কর কাণ্ডে মুখ্যমন্ত্রীকে জেরা করা উচিত, মন্তব্য শান্তনু ঠাকুরের
এদিকে, জানা গিয়েছে, স্বাস্থ্যভবন ও কলেজ কাউন্সিলের অনুমতি ছাড়াই ফুড স্টল, কাফে, ক্যান্টিন, সুলভ কমপ্লেক্স তৈরির জন্য টেন্ডার দেওয়া হয়। কাগজ সঠিক না থাকার পরও একাধিক কোম্পানিকে টেন্ডার পাইয়ে দিয়েছেন সন্দীপ। কয়েক কোটি টাকার বরাত দেওয়া হয়। এবার সিবিআইয়ের নজরে সেই সব কোম্পানি, সাপ্লাইয়ার, ভেন্ডার মালিকরা।
আরও খবর দেখুন