কলকাতা: সাইবার ক্রাইম, অপরাধ জগতে এখন উদ্বেগজনক নাম। দিন দিন বেড়ে চলেছে এই ক্রাইম। যার জন্য এখন সাইবার ক্রাইম নিয়ে বিশেষ টিম তৈরি করতে হয়েছে পুলিশকে (Police)। এটিএমে টাকা তুলে নেওয়া থেকে অনলাইনে প্রতারণা দিন দিন বাড়ছে। এই অপরাধের অন্যতম কিংপিন হচ্ছে জামতারা গ্যাং। দেশজুড়ে এই চক্র সক্রিয়। ভিন রাজ্য থেকে এই প্রতারণা চালায় তারা। এবার খাস কলকাতার উপকণ্ঠে জামতারা (Jamtara) গ্যাংয়ের সদস্যরা ধরা পড়ল পুলিশের জালে। ঘোলা থেকে চার জনকে গ্রেফতার (Arrest) করল পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘোলা মুরাগাছা এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকত ৭ জন যুবক ও ১ জন নাবালক। গোপন সূত্রে খবর পেয়ে ঘোলা মুরাগাছা এলাকায় গোপনে অভিযান চালায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আধিকারিক সহ ব্যারাকপুরের ডিসি সেন্ট্রাল গণেশ বিশ্বাস। অভিযান চালানোর সময় আট জন যুবকের মধ্যে তিন জন বাড়ির ছাদ টপকে পালিয়ে যায়। ভাড়া বাড়ি থেকে একজন নাবালক সহ চারজন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্র থেকে জানা গিয়েছে, অভিযুক্তরা জামতারা গ্যাংয়ের সদস্য। এই চক্রে এখানে আর কারা জড়িত তার তদন্ত চলছে। কী উদ্দেশ্যে ভাড়া থাকছিল ওই সদস্যরা তা জানার চেষ্টা চলছে। মনে করা হচ্ছে, ধৃতদের জেরা করে অনেক তথ্য পাওয়া যাবে।
আরও পড়ুন: হাসপাতালে পরিষেবা তলানিতে, বিক্ষোভ
আরও খবর দেখুন