বহরমপুর: গঙ্গায় (Ganga) স্নান (Bath) করতে গিয়ে তলিয়ে গেল চার বন্ধু। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় দুইজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও ইতিমধ্যেই মৃত্যু হয়েছে একজনের। এখনও গঙ্গার জলে তলিয়ে রয়েছে আরও একজন। রবিবার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার লালখাঁনদিয়ার গঙ্গাঘাটে।
পুলিশ জানিয়েছে, মৃতের নাম অজিত শেখ (৯)। তার বাড়ি রঘুনাথগঞ্জ থানার লালখাঁনদিয়ারে। তলিয়ে থাকা শিশুটির নাম জানা সম্ভব হয়নি। স্থানীয় সূত্রে খবর, এদিন বাড়ির পাশে থাকা গঙ্গায় একসঙ্গে স্নান করতে নামে চার বন্ধু। কিন্তু অসাবধানতাবশত ভরা গঙ্গায় মুহূর্তেই তলিয়ে যায় তারা। স্থানীয় বাসিন্দাদের নজরে আসতেই তড়িঘড়ি তাদের উদ্ধারের চেষ্টা চালানো হয়। তিনজনকে কোনওরকমে উদ্ধার করা হলেও গভীর জলে তলিয়ে যায় আরেক বন্ধু। তড়িঘড়ি তাদের জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করা হলে আজিত সেখের মৃত্যু হয়। বাকি দুই বন্ধুর চিকিৎসা চলছে। তলিয়ে যাওয়া বন্ধুর সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।
আরও পড়ুন: ভোটে ভরাডুবি! গণ আন্দোলনের সুর শুভেন্দুর গলায়?
আরও খবর দেখুন