জয়পুর: রক্ষকই ভক্ষক। লালসার শিকার নিষ্পাপ শিশু। যাই বলা হোক কম বলা হবে। এমনই নৃশংস ঘটনার অভিযোগ উঠল রাজস্থানে। রাজস্থানের (Rajasthan) দৌসায় (Dausa) চার বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল এক পুলিশ সাব ইন্সপেক্টরের (Sub Inspector) বিরুদ্ধে। জেলার লালসট এলাকায় এই ঘটনা ঘটেছে। বিকেলে লোভ দেখিয়ে ওই শিশুকন্যাকে ঘরে ডেকেছিল অভিযুক্ত সাব ইন্সপেক্টর। অতিরিক্ত পুলিশ সুপার রামচন্দ্র সিং নেহরা সংবাদসংস্থাকে এই তথ্য জানিয়েছেন। তিনি জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
স্থানীয়রা রাহুওয়াজ থানা ঘেরাও করে। অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। ভারতীয় জনতা পার্টির সাংসদ কিরোদিলাল মীনা ঘটনাস্থলে যান। তিনি বলেন, দলিত শিশুকন্যাকে পুলিশের ধর্ষণের ঘটনায় এলাকার মানুষের মধ্যে প্রবল ক্ষোভ রয়েছে। শিশুকন্যা যাতে বিচার পায় সেজন্য আমার যাওয়া। তিনি এই বিষয়ে অশোক গেহলতের আমলে অত্যাচার বেড়ে গিয়েছে বলে দাবি করেছেন।
আরও পড়ুন: রেশনের আটা পাচার, হাতেনাতে ধরলেন গ্রামবাসী
অভিযুক্ত ভূপিন্দর সিংয়ের বিরুদ্ধে গুরুতর ব্যবস্থা নেওয়া হবে। তাকে চাকরি থেকে দ্রুত বরখাস্ত করা হবে। নির্যাতিতার পরিবারকে সবরকম সহযোগিতা করা হবে। ওই নির্যাতিতার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। উল্লেখ্য, তবে এই ঘটনা নিয়ে অভিযুক্ত সাব ইন্সপেক্টরের কোনও বক্তব্য জানা যায়নি।
আরও খবর দেখুন