কলকাতা: কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) চাকরি দেওয়ার নামে প্রতারণা (Cheating)। ঘটনায় একজনকে গ্রেফতার করলো রাজারহাট থানার (Rajarhat PS) পুলিশ। পুলিশ সূত্রে খবর, নদীয়ার তেহট্টের বাসিন্দা প্রণব মজুমদার কর্মসূত্রে রাজারহাটে একটি ভাড়া বাড়িতে থাকতেন। লকডাউনে কর্মহীন হয়ে পড়ায় কাজ খুঁজতে থাকেন। সেই সময় তার আলাপ হয় প্রতিবেশী সঞ্জয় চক্রবর্তী ও তার ছেলের সঙ্গে। অভিযোগ, তারা কলকাতা বিমানবন্দরে চাকরি দেবে বলে প্রতিশ্রুতি দেয় ও চার লক্ষ টাকা হাতিয়ে নেয়। এয়ারপোর্টে গেলে প্রণব জানতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। চলতি মাসের ৬ তারিখ রাজারহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নামে রাজারহাট থানার পুলিশ। সঞ্জয় চক্রবর্তীকে রাজারহাট থেকে গ্রেফতার করেছে পুলিশ। অপর অভিযুক্ত সঞ্জয় চক্রবর্তীর ছেলে ভিন রাজ্যে পলাতক।
অভিযুক্তকে বারাসাত আদালতে তোলার পর পুলিশের পক্ষ থেকে পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে চায় এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত আছে। উল্লেখ্য, বিমানবন্দরে চাকরি দেওয়ার নামে প্রতারণার ঘটনা প্রায়ই সামনে আসে। যে ঘটনায় উদ্বিগ্ন বিধাননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা।
আরও পড়ুন: যুবককে পিটিয়ে খুনের অভিযোগ বারুইপুরে, এলাকায় উত্তেজনা
আরও খবর দেখুন