কলকাতা: গ্রামে গ্রামে বাড়িতে শৌচালয় (Toilet) তৈরিতে দুর্নীতি আটকাতে নিয়ম বদলাল পঞ্চায়েত দফতর (Panchayat Department)। গ্রাম পঞ্চায়েত নয়, স্বচ্ছ ভারত মিশনের অধীনে কাদের বাড়িতে শৌচালয় তৈরি হবে তার দায়িত্ব স্বনির্ভর গোষ্ঠীগুলোকে দিল রাজ্যের পঞ্চায়েত দফতর। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ঘুরে ঘুরে বিভিন্ন বাড়িতে যাবেন, সমীক্ষা করবেন।
গ্রাম পঞ্চায়েতে নয়, স্বনির্ভর গোষ্ঠীগুলি রিপোর্ট দেবে সরাসরি বিডিওদের। যাদের বাড়িতে শৌচালয় নেই তাদের তালিকা তৈরি করে প্রশাসনকে দেবে স্বনির্ভর গোষ্ঠীগুলি। কীভাবে স্বনির্ভর গোষ্ঠীগুলি কাজ করবে তার গাইডলাইনও দিল রাজ্যের পঞ্চায়েত দফতর। বহু ক্ষেত্রে দেখা গেছে টাকা পেয়েছে কিন্তু বাড়িতে শৌচালয় তৈরি হয়নি। এতদিন কাদের বাড়িতে শৌচালয় তৈরি হবে, তার স্থান নির্বাচন করা থেকে শুরু করে নির্মাণ কাজ গোটাটাই গ্রাম পঞ্চায়েতের দায়িত্ব ছিল। এই নিয়ে কেন্দ্রীয় প্রকল্পের টাকা নয়ছয় সহ দুর্নীতির অভিযোগ উঠেছে। তার জেরেই স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের অধীনে এই নিয়ম বদলাল রাজ্য বলেই মনে করেছে প্রশাসনিক মহল।
আরও পড়ুন: রাজনীতি ছাড়ার জন্য তৈরি, কেন বললেন দিলীপ?
আরও খবর দেখুন