বারুইপুর: কচি পাতা। সদ্য প্রস্ফুটিত ফুল। সূর্যালোক সবে তার নরম ত্বকে স্নিগ্ধতা ছড়িয়েছে। সেই মিষ্টি পরশে শিশুর (Child) লালন পালনের আনন্দের মধ্যেই আকাশ ভেঙে পড়ল ফল বিক্রেতার (Fruit Seller) পরিবারে। বিরলতম রোগে আক্রান্ত শিশু। এই রোগের একটি ইনজেকশনের দাম আনুমানিক ১৬ কোটি টাকা। তাও আনাতে হবে সুদূর আমেরিকা থেকে। সেই রোগের চিকিৎসা করার জন্য অসহায় দিনমজুরের দরিদ্র পরিবার। এখন চাতক পাখির মতো সরকারি সাহায্যের দিকে তাকিয়ে রয়েছেন ওই শিশুর বাবা-মা। বিপুল অংকের টাকা জোগাড় করতে কার্যত দিশাহারা দক্ষিণ ২৪ পরগনা বারুইপুর থানার অন্তর্গত শংকরপুর গাজিরহাটে ওই শিশুর পরিবারের সদস্যরা।
আর পাঁচটা শিশুর মতো ২০২২ সালে বাবা-মার কোল আলো করে জন্মেছিল রিজওয়ান সর্দার। দেবদূতের মতো উদলা শিশুটি টুরটুর করে বড় হয়ে উঠছিল। কিন্তু হঠাৎ ওই শিশুটির শরীরে ধরা পড়লো মেরুদণ্ডের পেশীর বিরল অ্যাট্রোফি (SMA tpye 2) রোগ। প্রথমে শিশুটিকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় কলকাতায়। বেঙ্গালুরুতে ডাক্তার দেখানোর পর রোগটি প্রকাশ্যে আসে। স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি (SMA) একটি জেনেটিক ডিসঅর্ডার যা মেরুদন্ডের নিউরনকে প্রভাবিত করে। যার ফলে পেশীর অবক্ষয় হয়। দুর্বলতা দেখা দেয়। এই রোগ সাধারণত ছয় থেকে ১৮ মাস বয়সের মধ্যে প্রকাশ্যে আসে। টাইপ ২এসএমএ আক্রান্ত শিশুরা বসতে পারে। কিন্তু কখনও হাঁটতে পারে না। এই রোগের প্রতিকার বহমূল্যের একটি ইনজেকশন। এই ইনজেকশন এর দাম ওই পরিবারের নাগালের বাইরে। সাধারণত এই ইনজেকশন আমেরিকা থেকে আনতে হয়। শিশুটির বাবা আজিজুল পেশায় ফল বিক্রেতা। দিন আনি দিন খাওয়া পরিবার। চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন সহায় সম্বলহীন আজিজুল।
আরও পড়ুন: রাজ্যের প্রস্তাবে সিলমোহর দিয়ে উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল
দেখুন অন্য খবর: