বসিরহাট: অনাথ পথ শিশুদের গণভাইফোঁটা (Bhai Phonta 2023)। ভাই বোনের মেল বন্ধনে মিলেমিশে একাকার সব ধর্মের কচিকাঁচারা। বসিরহাট পুরসভার (Basirhat Municipality) আট নম্বর ওয়ার্ডের নবোদয় সংঘের কালীপুজো (Kali Puja 2023) এবার ৭৫ বছরে। একদিকে আলোকসজ্জা অন্যদিকে সিকিমের চারধাম মন্দিরের আদলে এই পুজোর নজর কেড়েছে সকলের। সারা বছর এই মহিলা সংগঠন সামাজিক কাজে দায়বদ্ধ রক্তদান স্বাস্থ্য শিবির থেকে অনাথ শিশু দুস্থ মেধাবি ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়ানো তাদের মূল উদ্দেশ্য।
ইতিমধ্যে নজর কেড়েছে বসিরহাট মানুষের কাছে গত চার বছর ধরে ক্লাবের সামনে কালীপুজোর মঞ্চে শতাধিক অনাথ ও পথ শিশুদের ভাইফোঁটা দিয়ে আসছে নবোদয় সংঘ। একটাই উদ্দেশ্য ভাই-বোনেরা যেন বুঝতে না পারে তাদের পৃথিবীতে তাদের আর কেউ নেই। একে অপরের মধ্যে ভ্রাতৃত্ববোধের মধ্য দিয়ে মাথায় ধান-দুবা মুখে মিষ্টি শুভেচ্ছা বিনিময় মধ্য দিয়ে আজকের এই দিনটা সবাই একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায়। আর আজকের দিনটা তাদের কাছে অন্য পাঁচটা বছরের তুলনায় একটু আলাদা। কারণ বিশ্বকাপের সেমি ফাইনালে ভারত ও নিউজিল্যান্ড মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতায় নামছে তাই এই ভাইফোটার মঞ্চে উঠে আসল ভারত ফাইনালে উঠবে এই ধ্বনি উঠল শিশুদের গলায়।
আরও পড়ুন: শীত পড়তেই মাটির গাড়ির দাপট বেড়ে চলেছে ভাঙড় জুড়ে
নবোদের সঙ্গে পুজোর উদ্যোক্তা কল্যাণ বসু বলেন, আমাদের প্রতিবছর নতুন নতুন চিন্তা ভাবনা মানুষের কাছে তুলে ধরেছি। ক্লাবের সদস্যরা সবাই মিলেমিশে সারা বছর সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকি। আমরা প্রত্যেকে নিজেরদের যতটুকু অর্থ দেওয়া দিয়ে এই সংগঠন ধরে রেখেছি। আরও বেশি যাতে মানুষের পাশে যাওয়া যায় তার জন্য আমরা এই কাজ করে যাব। সংগঠনের সদস্য সুদেষ্ণা মন্ডল, পম্পা মন্ডল ,পল্লবী বসুরা জানান বোনেরা যেমন ভাইদের থেকে বঞ্চিত না হয় ভাইরা যেন আবার বনের থেকে দূরে না থাকতে পারেন তাই আমরা আজকে এই ভাই ফোটার আয়োজন করেছি। বছরে এই দিনটার অপেক্ষায় আমরা থাকি, ওরা যেন বুঝতে না পারে সজন হারানোর ব্যথা।
আরও অন্য খবর দেখুন