নয়াদিল্লি: জেলে থাকা গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের পলাতক ভাই আনমোল বিষ্ণোইকে (Anmol Bishnoi) আমেরিকা (US) আটক (Detained) করা হয়েছে। গ্যাংস্টার আনমোল ভারত সহ বিদেশে বেশ কয়েকটি হাই-প্রোফাইল খুনের মামলার জন্য ওয়ান্টেড। ক্যালিফোর্নিয়ায় তাঁকে আটক করা হয়েছে বলে সোমবার একটি জাতীয়স্তরের বৈদ্যুতিন সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে। জানা গিয়েছে, আনমোল বিষ্ণোইকে জিজ্ঞাসাবাদ করার পরে আমেরিকা তাঁকে প্রথমে কানাডার কাছে হস্তান্তর করতে পারে। পরে ভারতীয় কর্তৃপক্ষ তাঁর হেফাজত পেতে পারে।
আনমোল গত বছর ভারত থেকে পালিয়েছিলেন। তাঁর ভাই লরেন্স বিষ্ণোইয়ের গ্রেফতারের পর বিষ্ণোই গ্যাং দেশে অপরাধমূলক নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ নাম হিসেবে চর্চায় আসে। সম্প্রতি বলিউড অভিনেতা সলমন খানের বাসভবনের বাইরে শুটিংয়ের ঘটনা, ২০২২ সালে পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার খুন সহ ভারতে একাধিক ফৌজদারি মামলায় আনমোল ‘ওয়ান্টেড’। গত অক্টোবরে মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী এবং এনসিপি নেতা বাবা সিদ্দিকের সাম্প্রতিক হত্যাকাণ্ডে জড়িত বলে অভিযোগ। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এনআইএ) নথিভুক্ত দুটি মামলা এবং অন্যান্য ১৮টি ফৌজদারি মামলাও আনমোলের বিরুদ্ধে রয়েছে। সম্প্রতি, সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থা আনমোলের সন্ধান সম্পর্কে তথ্য দিলে ১০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করে।
আরও পড়ুন: অশান্তির আগুনে জ্বলছে মণিপুর, বৈঠকে বসতে চলেছেন শাহ
দেখুন আরও খবর: