কলকাতা: গড়ফায় বন্ধুর ফ্ল্যাটে তরুণীর রহস্যমৃত্যু (Garfa Woman Death)। শহিদ নগর এলাকার এই ঘটনা। সূত্রের খবর, পার্টির পরই ফ্ল্যাটের সিঁড়িতে পড়ে যান। তার পরই মৃত্যু বলেই দাবি করেন তরুণীর বন্ধু। লিভ ইন পার্টনারের ফ্ল্যাট থেকে মধুরিমা রায় নামে ওই তরুণীর দেহ উদ্ধার হয়েছে। খুন না আত্মহত্যা তা এখনও পরিষ্কার নয়। ঘটনার তদন্তে নেমেছে গড়ফা থানার পুলিশ ( Garfa Police Station)। ঘটনার তদন্তে নেমে ওই তরুণীর পার্টনারকে আটক করেছে পুলিশ।
আরও পড়ুন: ভাইফোঁটায় ‘কাঁটা’ অগ্নিমূল্য বাজার! জানুন মাছ-মাংসর কেমন দাম
জানা গিয়েছে, শুক্রবার সন্ধের সময় নিহত তরুণী গড়ফায় শহিদ নগর এলাকায় তাঁর বন্ধুর বাড়িতে যান। পার্টিতে মদ্যপানও করেছিলেন। রাত ১২টা নাগাদ বাড়ি ফেরার চেষ্টা করেন। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে আচমকাই বেসামাল হয়ে পড়ে যান। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। তবে তাতে শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা ওই তরুণীকে মৃত বলে জানান। গড়ফা থানার পুলিশ ওই তরুণী দেহ ময়নাতদন্তে পাঠায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রায়ই তরুণী আসা যাওয়া করত ওই ফ্ল্যাটে। পার্টি করে বন্ধুর সঙ্গে নিত্যদিন মদ্যপানও করতেন তিনি। অতিরিক্ত মদ্যপানের জন্য মৃত্যু না খুন তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় তরুণীর বন্ধুকে আটক করেছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারীরা।
অন্য খবর দেখুন