কলকাতা: শিউলি মাখা গন্ধে বাতাসে আগমনীর সুর। শহর জুড়ে ইতিমধ্যেই পুজো সাজ সাজ। নিউ মার্কেট-গড়িয়াহাট, হাতিবাগান যে দিকে তাকাবেন ভিড় থিক থিক করছে। এই পুজোতে সাধারণ মানুষ থেকে সেলেবরা সকলেই উৎসবে গা ভাসাতে প্রস্তুত। পুজো আর প্রেম যেন একে অপরের সঙ্গে অতপ্রত ভাবে জড়িয়ে। পুজোর প্রেম নিয়ে খোলাখুলি জানালেন অভিনেত্রী গার্গী রায়চৌধুরী (Gargi Roychowdhury)।
আরও পড়ুন: পুজোতে কান ভরান ‘বুগাড়ি’তে
পুজো এলেই কোন নস্ট্যালজিক হয়ে পড়েন গার্গী। পুজো নিয়ে বলতে গিয়ে ফিরে গেলেন পুরনো দিনে। আমার চোখে ভেসে ওঠে ছোটবেলার সেই সুন্দর দিনগুলো। গার্গী আমার ষোলো-সতেরো বছর কেটেছে দক্ষিণ কলকাতায় । বাড়ি ছিল পার্ক সার্কাস এলাকায়। ওই বয়সের পুজোর সময়টা মনে পড়লেই নির্ভেজাল সেই আড্ডার দিনগুলো মনে পড়ে। রাত আটটার পর যে আড্ডা মারা যায় সেটা পুজো না এলে জানতেই পারতাম না। পুজো প্রেম নিয়ে বলতে অভিনেত্রী বলেন, দূর্গাপুজোয় প্রেম হয়নি কখনও। প্রেমের জন্য একটা দিন নির্দিষ্ট দিন’ হয় এতে আমি বিশ্বাসী নই। আমার কাছে বছরের প্রত্যেকটা দিনই প্রেমের দিন। তার মধ্যে দুর্গাপুজোও রয়েছে। প্রেমের জন্য সরস্বতী পুজোকেই বেছে নিলেন অভিনেত্রী। এই দুর্গাপুজোতেই একটা বড় পাওনা, নিজেকে সেলিব্রিটি হিসাবে খুঁজে পাওয়া।
অন্য খবর দেখুন